Ajker Patrika

যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর ঠিকানা খুঁজছে প্রশাসন

যশোর প্রতিনিধি
যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর ঠিকানা খুঁজছে প্রশাসন

যশোরের বাঘারপাড়ায় যমজ সন্তান জন্ম দেওয়া মানসিক ভারসাম্যহীন নারীর (৩৫) পরিচয় জানার চেষ্টা করছে প্রশাসন। বর্তমানে দুই নবজাতকসহ তিনি যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তার কার্যালয়, হাসপাতাল কর্তৃপক্ষসহ প্রশাসনের কর্মকর্তারা প্রসূতি মা ও দুই শিশুর দেখভাল করছেন।

গতকাল রোববার সকালে উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের জামিরুল ইসলামের বিছালির (খড়) ঘরে ওই নারী দুই সন্তান প্রসব করেন। পরে স্থানীয় লোকজন দুই নবজাতকসহ ওই নারীকে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। রাতেই তাঁকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। এরপরই বিষয়টি আলোচনায় আসে।

যশোর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা মুনা আফরিণ বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি মা ও দুই নবজাতকের যশোর হাসপাতালে চিকিৎসা চলছে। হাসপাতালের নার্স, আয়া, আনসার, নারী সদস্য ছাড়াও কয়েকজন স্বেচ্ছাসেবী নারী শিশু দুটি ও মায়ের দেখাশোনা করছেন। তিনি নিজেই বিষয়টির তদারকি করছেন। তবে মা মানসিক ভারসাম্যহীন হওয়ায় সন্তানদের কাছে রাখছেন না। বুকের দুধ খেতে দিচ্ছেন না। ফলে দুটি শিশু ও মাকে দেখাশোনা করতে সবাইকে বেগ পেতে হচ্ছে। বিষয়টি জেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন মা ও দুই নবজাতক।যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হারুন অর রশিদ বলেন, মানসিক ভারসাম্যহীন প্রসূতি ও দুই নবজাতক যশোর হাসপাতালে চিকিৎসাধীন। প্রশাসনের পক্ষ থেকে ওই নারীর ঠিকানা উদ্ঘাটনের চেষ্টা চলছে। ঠিকানা পাওয়া না গেলে সরকারের সংশ্লিষ্ট দপ্তর তাদের দায়িত্ব নেবে। তবে পরবর্তী গন্তব্য নির্ধারণ না হওয়া পর্যন্ত তারা হাসপাতালেই থাকবে।

এদিকে বাঘারপাড়া উপজেলার ধলগ্রাম ইউনিয়নের নতুন গ্রামের বাসিন্দা জামিরুল ইসলাম বলেন, রোববার ভোরে তাঁর বিছালির ঘরে ভেজা কাপড়ে সন্তানসম্ভবা এক মানসিক ভারসাম্যহীন নারীকে দেখতে পান। এ সময় তাঁর স্ত্রীসহ আশপাশের কয়েকজন নারী এগিয়ে যান। সেখানে একটি ছেলে ও একটি মেয়ে সন্তানের জন্ম দেন ওই নারী। শারীরিক অবস্থা খারাপ হওয়ায় বাচ্চাসহ তাঁকে উপজেলা হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অরূপ জ্যোতি ঘোষ বলেন, সকাল ১০টার দিকে এক মানসিক ভারসাম্যহীন নারীকে যমজ শিশুসহ হাসপাতালে নিয়ে আসেন কয়েকজন। তাদের ভর্তি করে যথাযথ চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে জানতে চাইলে বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হোসনে আরা তান্নি আজকের পত্রিকাকে বলেন, যমজ শিশু ও মানসিক ভারসাম্যহীন নারীকে যশোর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা সুস্থ হয়ে উঠলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

চীনা পণ্যে শুল্ক ‘উল্লেখযোগ্য’ পরিমাণে কমিয়ে সুখে বসবাসের ঘোষণা ট্রাম্পের

২৫ পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১৪১৪ কোটি টাকার অনিয়ম

কাশ্মীরে হামলায় নিহতদের মধ্যে ছিলেন এক গোয়েন্দা কর্মকর্তা

যুক্তরাষ্ট্র-ভারত সম্পর্ক ঘনিষ্ঠ না হলে মানবজাতির সামনে ‘চরম অন্ধকার’, ভ্যান্সের হুঁশিয়ারি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত