Ajker Patrika

মিরপুরে পা পিছলে ট্রেনের সঙ্গে ধাক্কায় নিহত ১

কুষ্টিয়া প্রতিনিধি
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রেনের ধাক্কায় জাহাঙ্গীর আলম (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি দুই রেললাইনের মাঝখান দিয়ে হাঁটার সময় পা পিছলে দুর্ঘটনার শিকার হন। গতকাল মঙ্গলবার রাতে মিরপুর স্টেশনে এ ঘটনা ঘটে।

পোড়াদহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম আজকের পত্রিকাকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জাহাঙ্গীর আলমের বাড়ি জেলার দৌলতপুর উপজেলার আল্লাহদর্গা এলাকায়। তিনি তোফাজ্জল হোসেনের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে খুলনা থেকে রাজশাহীগামী সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনটি মিরপুর স্টেশনে থামার জন্য প্রবেশ করছিল। তখন মিরপুর হাটের দিক থেকে দুই রেললাইনের মাঝের পথ দিয়ে দিয়ে স্টেশনের দিকে দৌড়ে আসছিলেন জাহাঙ্গীর আলম। এ সময় তাঁর পা পিছলে সামনে থাকা ট্রেনের ইঞ্জিনের সঙ্গে ধাক্কা খেয়ে রেল লাইনের ওপর পড়ে মাথায় আঘাত পান। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি জহুরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত