খুলনা প্রতিনিধি
বাড়ছে শীত। আর সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে জ্বর, ডায়রিয়া সর্দি-কাশি, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। তবে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা শিশু হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। বহির্বিভাগে বাড়ছে রোগীদের ভিড়। ফলে খুলনার স্বাস্থ্য বিভাগ নিয়েছে বাড়তি সতর্কতা। হাসপাতালগুলোতে রাখা হয়েছে পর্যাপ্ত ওষুধ। ১১৪টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। মাঠকর্মীরা স্বাস্থ্য বিষয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পরামর্শ দিচ্ছেন।
এ বিষয়ে খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান বলেন, 'গত এক সপ্তাহ ধরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬০ জন রোগী। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে রোগী আসছে ৩৫০ জন। এক সপ্তাহ আগে হাসপাতালে ২৪০ জন রোগী ভর্তি ছিল। বহির্বিভাগে গড়ে ৩০০ করে রোগী আসত। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশ জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। ঠান্ডার কারণে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। এ সময় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুদের ঠান্ডা লাগানো যাবে না, আবার বেশি গরম পোশাকও পরানো যাবে না। শিশুকে এমনভাবে রাখতে হবে, যাতে তার ঠান্ডা বা গরম না লাগে।'
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, 'শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগ বৃদ্ধি পায়। এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। তবে একটু সতর্ক হলে শীতজনিত রোগ থেকে মানুষ রক্ষা পেতে পারে। ইতিমধ্যে সবার স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১১৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সব হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধের সরবরাহ রয়েছে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে পরামর্শ দিচ্ছেন।'
বাড়ছে শীত। আর সেই সঙ্গে বৃদ্ধি পাচ্ছে জ্বর, ডায়রিয়া সর্দি-কাশি, নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা। তবে শিশুরা এই রোগে আক্রান্ত হচ্ছে বেশি।
হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা শিশু হাসপাতালে প্রতিদিনই ভর্তি হচ্ছে নতুন নতুন রোগী। বহির্বিভাগে বাড়ছে রোগীদের ভিড়। ফলে খুলনার স্বাস্থ্য বিভাগ নিয়েছে বাড়তি সতর্কতা। হাসপাতালগুলোতে রাখা হয়েছে পর্যাপ্ত ওষুধ। ১১৪টি মেডিকেল টিমকে প্রস্তুত রাখা হয়েছে। মাঠকর্মীরা স্বাস্থ্য বিষয়ে বাড়িতে বাড়িতে গিয়ে পরামর্শ দিচ্ছেন।
এ বিষয়ে খুলনা শিশু হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. কামরুজ্জামান বলেন, 'গত এক সপ্তাহ ধরে হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ২৬০ জন রোগী। এ ছাড়া বহির্বিভাগে প্রতিদিন গড়ে রোগী আসছে ৩৫০ জন। এক সপ্তাহ আগে হাসপাতালে ২৪০ জন রোগী ভর্তি ছিল। বহির্বিভাগে গড়ে ৩০০ করে রোগী আসত। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের অধিকাংশ জ্বর, ডায়রিয়া, সর্দি-কাশি ও নিউমোনিয়ায় আক্রান্ত। ঠান্ডার কারণে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে। এ ক্ষেত্রে অভিভাবকদের সচেতন হতে হবে। এ সময় শিশু ও বয়স্কদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। শিশুদের ঠান্ডা লাগানো যাবে না, আবার বেশি গরম পোশাকও পরানো যাবে না। শিশুকে এমনভাবে রাখতে হবে, যাতে তার ঠান্ডা বা গরম না লাগে।'
সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বলেন, 'শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগ বৃদ্ধি পায়। এই রোগে বেশি আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্ক মানুষ। তবে একটু সতর্ক হলে শীতজনিত রোগ থেকে মানুষ রক্ষা পেতে পারে। ইতিমধ্যে সবার স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি করতে উদ্যোগ নেওয়া হয়েছে। খুলনা সদর হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১১৪টি মেডিকেল টিম প্রস্তুত রাখা হয়েছে। সব হাসপাতালে রোগীদের জন্য পর্যাপ্ত ওষুধের সরবরাহ রয়েছে। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা বাড়িতে বাড়িতে গিয়ে পরামর্শ দিচ্ছেন।'
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৩৩ মিনিট আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১ ঘণ্টা আগেবগুড়া সদরের নুনগোলা ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু ছালেককে হত্যায় মামলায় গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় বগুড়া সদরের ঘোড়াধাপ বন্দর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২ ঘণ্টা আগেবিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র ও সংবিধান সংস্কারের বিষয়ে ছাত্ররা কথা বলছেন, তবে এটি একটি কমিটির মাধ্যমে সম্ভব নয়। এর জন্য সাংবিধানিক বা সংসদের প্রতিনিধি প্রয়োজন। পাশাপাশি, সবার আগে প্রয়োজন সুষ্ঠু নির্বাচন।
২ ঘণ্টা আগে