খুলনা প্রতিনিধি
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
খুলনায় চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া শুরু হয়েছে। এ সময় ছিল না কোনো স্বাস্থ্যবিধির সঠিক নিয়ম। এ ছাড়া টিকা কেন্দ্রে জায়গাস্বল্পতা এবং টিকা বুথও ছিল কম। এ জন্য শিক্ষার্থীদের একজনের সঙ্গে আরেকজনকে ঘেঁষে দাঁড়িয়ে অপেক্ষা করতে হয়েছে দীর্ঘ সময়।
আজ সোমবার ১১ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের এই টিকাদান কার্যক্রম শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে নগরীর কেসিসি স্বাস্থ্য ভবনে এই কার্যক্রম শুরু হয়। এ সময় শিক্ষার্থী আর অভিভাবকদের ছিল দীর্ঘ লাইন। স্বাস্থ্যবিধির নিয়ম মানছেন না কেউ, ছিল না কোনো সামাজিক দূরত্ব। একটি মাত্র কেন্দ্রের ৩টি বুথে দেওয়া হচ্ছে টিকা। সদ্য সমাপ্ত এসএসসি পরীক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠানের মাধ্যমে জন্মসনদ আনলে যেকোনো শিক্ষার্থী টিকা দিতে পারছে। টিকা দিতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন শিক্ষার্থী-অভিভাবকেরা। তবে অব্যবস্থাপনায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেকেই।
এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে মো. আব্দুস সাত্তার নামের এক অভিভাবক বলেন, টিকা কেন্দ্রে স্থান কম থাকায় সামাজিক দূরত্ব না মেনে দাঁড়াতে হচ্ছে। বড় স্থান দেখে কেন্দ্র নির্ধারণ করা উচিত ছিল।
অপরদিকে টিকা দেওয়ায় স্বস্তির সঙ্গে ক্ষোভ প্রকাশ করে আরেক অভিভাবক নার্গিস আক্তার বলেন, ‘দীর্ঘদিন অপেক্ষার পর মেয়েকে টিকা দিতে পেরে খুবই ভালো লাগছে। তবে টিকা কেন্দ্রের ব্যবস্থাপনা সুন্দর হলে ভালো লাগত। কেন্দ্রের স্থান কম হওয়ায় স্বাস্থ্যবিধি কেউ মানছেন না।’
জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খোন্দকার রুহল আমিন বলেন, ‘খুলনায় ১৫ হাজার ২১০ ডোজ ফাইজার টিকা এসেছে। নগর স্বাস্থ্য ভবনে ৩টি বুথে ৬ জন প্রশিক্ষিত নার্স এই টিকা দিচ্ছেন। প্রাথমিকভাবে দিনে ৭০০ শিক্ষার্থীকে টিকা দেওয়া হচ্ছে। শুরুতে এইচএসসি পরীক্ষার্থীদের দেওয়ার পরিকল্পনা থাকলেও দেরিতে টিকা আসায় সেই সিদ্ধান্ত পরিবর্তন হয়েছে। কেননা, আগামী ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু হবে। এখন টিকা দিলে কেউ অসুস্থ হলে তার প্রভাব পরীক্ষায় পড়বে। যে কারণে আপাতত এইচএসসি পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে না। তবে ভবিষ্যতে অন্য শিক্ষার্থীদের টিকা দেওয়া হবে।’
অব্যবস্থাপনার বিষয়ে তিনি বলেন, ‘ফাইজার টিকা দেওয়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত স্থান হতে হবে। যা কেসিসি স্বাস্থ্য ভবন ছাড়া অন্য কোনো কেন্দ্রে পাওয়া যায়নি। যে কারণে এখানে স্থান কম হলেও আমাদের কাজ করতে হচ্ছে। আর প্রথম দিন কিছু ত্রুটি হয়েছে, পর্যায়ক্রমে ঠিক হয়ে যাবে।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৫ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৫ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৬ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৭ ঘণ্টা আগে