Ajker Patrika

খুলনায় রাষ্ট্র সংস্কারে এক গুচ্ছ প্রস্তাবনা সুজনের

খুলনা প্রতিনিধি
খুলনায় রাষ্ট্র সংস্কারে এক গুচ্ছ প্রস্তাবনা সুজনের

রাষ্ট্র সংস্কারে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, ‘না’ ভোটের বিধান পুনঃ প্রবর্তনসহ একগুচ্ছ প্রস্তাবনা দিয়েছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। আজ বৃহস্পতিবার খুলনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এসব প্রস্তাবনা উপস্থাপন করেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক দিলীপ কুমার সরকার।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানে কর্তৃত্ববাদী আওয়ামী লীগের শাসনের অবসান হয়েছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্রব্যবস্থার গুরুত্বপূর্ণ সংস্কারের পর একটি অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন। এ লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাবনা তৈরি করা হয়েছে।

সুজনের এই নেতা আরও বলেন, রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন না হলে কোনো সংস্কারই টেকসই হবে না। তাই সংস্কারের মাধ্যমে রাজনৈতিক দলগুলোকে স্বচ্ছ, গণতান্ত্রিক ও জনকল্যাণমুখী করতে হবে। নিবন্ধনের শর্ত হিসেবে গণপ্রতিনিধিত্ব আদেশে প্রতিটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, নারীর প্রতি বৈষম্য, পরিচয়ভিত্তিক বিদ্বেষ, রাজনীতিতে ধর্মের ব্যবহার পরিহার ইত্যাদি বিষয় উল্লেখ করতে হবে। পাশাপাশি রাজনীতিতে পরিবারতন্ত্রের অবসান ঘটাতে হবে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন খুলনা জেলা শাখার সভাপতি অধ্যাপক জাফর ইমাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-খুদা, আঞ্চলিক সমন্বয়ক মাসুদুর রহমান রঞ্জু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত