ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরো রাস্তার একপাশ ভেঙে পুকুরে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
সরেজমিন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়ার মানুষের রাস্তা চলাচলের দুর্ভোগ লাঘব করার জন্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উন্নয়ন তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেন। কাজটি দেওয়া হয় ওই এলাকার সুমন সরকার নামে এক ব্যক্তিকে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায়, কাজ শেষ হওয়ার আগেই তা ভাঙতে শুরু করেছে।
২১০ ফুট কংক্রিট রাস্তার মধ্যে ১৭০ ফুট রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ৪০ ফুট রাস্তার কাজ বর্তমানে বন্ধ আছে। কিন্তু কী কারণে কাজ বন্ধ আছে, সেটা জানা যায়নি। ইতিমধ্যে রাস্তাটির একপাশ ভাঙন ধরেছে। এলাকাবাসী বলছেন, এখনো কাজ শেষ হয়নি। তার মধ্যে ভাঙন ধরেছে এবং অল্প কয়েক দিনের মধ্যে বাঁশ দিয়ে করা পাইলিংসহ রাস্তার একপাশ পুকুরে ভেঙে পড়বে।
এ ব্যাপারে পিআইসি সভাপতি সুমন সরকার জানান, ধানবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
এলাকাবাসীর বলছেন, রাস্তা তো করা হয়েছে মূলত মানুষ চলাচল ও মালামাল আনা-নেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী মালামাল না দেওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এর বাইরে আমি কিছু জানি না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন বলেন, রাস্তার ভাঙনসহ পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না।
খুলনার ডুমুরিয়ায় কংক্রিটের রাস্তার কাজ শেষ হওয়ার আগেই ভেঙে পড়ার অভিযোগ পাওয়া গেছে। অল্প কয়েক দিনের মধ্যে পুরো রাস্তার একপাশ ভেঙে পুকুরে পড়বে বলে মনে করছেন এলাকাবাসী।
সরেজমিন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার রংপুর ইউনিয়নের রামকৃষ্ণপুর পশ্চিমপাড়ার মানুষের রাস্তা চলাচলের দুর্ভোগ লাঘব করার জন্য সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি উন্নয়ন তহবিল থেকে দুই লাখ টাকা বরাদ্দ দেন। কাজটি দেওয়া হয় ওই এলাকার সুমন সরকার নামে এক ব্যক্তিকে। কিন্তু কাজের মান ভালো না হওয়ায়, কাজ শেষ হওয়ার আগেই তা ভাঙতে শুরু করেছে।
২১০ ফুট কংক্রিট রাস্তার মধ্যে ১৭০ ফুট রাস্তার কাজ শেষ হয়েছে। বাকি ৪০ ফুট রাস্তার কাজ বর্তমানে বন্ধ আছে। কিন্তু কী কারণে কাজ বন্ধ আছে, সেটা জানা যায়নি। ইতিমধ্যে রাস্তাটির একপাশ ভাঙন ধরেছে। এলাকাবাসী বলছেন, এখনো কাজ শেষ হয়নি। তার মধ্যে ভাঙন ধরেছে এবং অল্প কয়েক দিনের মধ্যে বাঁশ দিয়ে করা পাইলিংসহ রাস্তার একপাশ পুকুরে ভেঙে পড়বে।
এ ব্যাপারে পিআইসি সভাপতি সুমন সরকার জানান, ধানবোঝাই গাড়ি নিয়ে যাওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
এলাকাবাসীর বলছেন, রাস্তা তো করা হয়েছে মূলত মানুষ চলাচল ও মালামাল আনা-নেওয়ার জন্য। নিয়ম অনুযায়ী মালামাল না দেওয়ার কারণে রাস্তাটি ভাঙতে শুরু করেছে।
রংপুর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মণ্ডল বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। এর বাইরে আমি কিছু জানি না।’
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আশরাফ হোসেন বলেন, রাস্তার ভাঙনসহ পুরো কাজ শেষ না হওয়া পর্যন্ত কোনো বিল দেওয়া হবে না।
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের মধ্য বাঁশবাড়িয়া এলাকায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন বাল্যবিবাহ বন্ধের পাশাপাশি বরের খালা দিপালী রানী নাথকে ৪০ হাজার টাকা জরিমানা করেন।
৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের এক দফা দাবির প্রতি একাত্মতা জানিয়ে নগরীর জিরো পয়েন্টে ব্লকেড সৃষ্টি করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। একই সঙ্গে আজ বুধবারের সব ক্লাস ও অ্যাসেসমেন্ট বর্জন করেছেন তাঁরা।
৭ মিনিট আগেরাজধানীতে পৃথক অভিযানে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ কৃষক লীগের সদস্যসচিব আব্দুল মতিন মাস্টার (৫২), ৭১ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি মোস্তাক ফকির ওরফে বাঘা (৩৮) ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী ল
১০ মিনিট আগেযৌতুক দাবির অভিযোগে জাতীয় দলের ফুটবলার শেখ মোরসালিনের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার মামলার বাদী মোরসালিনের সাবেক স্ত্রী সেঁজুতি বিনতে সোহেলের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ মোহাম্মদ সালেহ মামলা প্রত্যাহারের নির্দেশ দেন। একই সঙ্গে মোরসালিনকে
১৬ মিনিট আগে