সাতক্ষীরা প্রতিনিধি
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ।
আজ সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা স্টেডিয়ামে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সদস্য তৈয়ব হাসান শামসুজ্জামান প্রমুখ।
সাইক্লিং প্রতিযোগিতাটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের নারকেলতলা, খুলনা রোড, নিউমার্কেট, পাকাপুল, পোস্ট অফিস হয়ে আবার যথাস্থানে এসে শেষ হয়। প্রতিযোগিতায় প্রায় আড়াই শ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ সাইক্লিংয়ের সদস্য মো. জুয়েল হাসান চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয়েছেন তাওহিদ, তৃতীয় আকাশ, চতুর্থ সাকিব, পঞ্চম আবিদ, ষষ্ঠ আসফি এবং মেয়েদের মধ্যে সানজিদা বিজয়ী হন।
‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ প্রতিপাদ্য সামনে রেখে সাতক্ষীরায় সাইক্লিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকালে জেলা স্টেডিয়ামে প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোস্তাক আহমেদ।
আজ সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জেলা প্রশাসন, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় তারুণ্যের উৎসব ও নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা স্টেডিয়ামে সাইক্লিং প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক বিষ্ণু পদ পাল, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব ও জেলা ক্রীড়া কর্মকর্তা মাহবুবুর রহমান, সদস্য তৈয়ব হাসান শামসুজ্জামান প্রমুখ।
সাইক্লিং প্রতিযোগিতাটি জেলা স্টেডিয়াম থেকে শুরু হয়ে শহরের নারকেলতলা, খুলনা রোড, নিউমার্কেট, পাকাপুল, পোস্ট অফিস হয়ে আবার যথাস্থানে এসে শেষ হয়। প্রতিযোগিতায় প্রায় আড়াই শ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন।
প্রতিযোগিতায় বাংলাদেশ সাইক্লিংয়ের সদস্য মো. জুয়েল হাসান চ্যাম্পিয়ন হয়। প্রথম রানারআপ হয়েছেন তাওহিদ, তৃতীয় আকাশ, চতুর্থ সাকিব, পঞ্চম আবিদ, ষষ্ঠ আসফি এবং মেয়েদের মধ্যে সানজিদা বিজয়ী হন।
শেরপুরে নিখোঁজের দুই দিন পর ভুট্টাখেত থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
১৯ মিনিট আগেবাজিতপুরে একটি পৌরসভা ও ১১টি ইউনিয়নে ১০ হাজার ২৮৪ জন নতুন ভোটারের তালিকা হালনাগাদ করা হয়েছে। একই সময় মৃত ৪ হাজার ৫৯৬ জন ভোটার কর্তন ও স্থানান্তর হন ৯১৩ জন। ১৮ বছরের ঊর্ধ্বে নতুন ভোটার হন ১০ হাজার ২৮৪ জন।
২২ মিনিট আগেমুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম মো. নয়ন মোল্লা (২০)। গতকাল শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৪ মিনিট আগেবৈষম্যবিরোধীদের ওপর হামলা মামলায় হবিগঞ্জে আওয়ামী লীগ নেতা ইমদাদুর রহমান মুকুলকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার শহরের বেবিস্ট্যান্ড মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
২৬ মিনিট আগে