Ajker Patrika

সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানে বাসের চাপা, নিহত ১ 

সাতক্ষীরা প্রতিনিধি
আপডেট : ২৮ আগস্ট ২০২৪, ১৮: ০৯
সাতক্ষীরায় ইঞ্জিনচালিত ভ্যানে বাসের চাপা, নিহত ১ 

সাতক্ষীরায় বাসচাপায় সুনীল কুমার মন্ডল (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও সাতজন। 

আজ বুধবার সকালে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা পাওয়ার গ্রিড সাবস্টেশনসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সুনীল সাতক্ষীরা সদর উপজেলার বিনেরপোতা এলাকার বাসিন্দা। আহতেরা হলেন বিনেরপোতা গ্রামের মনোহর মন্ডল (৪২), উত্তম কুমার শীল (৩৫) ও বাবু দেবনাথ (৩৮)। বাকি চারজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বিশ্বনাথ জানান, সুনীলসহ তাঁরা আটজন একটি ইঞ্জিনচালিত ভ্যানে সকালে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা এলাকায় পাওয়ার গ্রিড সাবস্টেশনের সামনে পৌঁছালে পেছন থেকে একটি বাস তাঁদের ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুনীল মন্ডলের। 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত