বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের করকরি নদীসংলগ্ন মাল্লাখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের সুন্দরবনকেন্দ্রিক দুর্ধর্ষ ডাকাত করিম শরিফ বাহিনী অপহরণ করেছিল।
এ বিষয়ে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, ‘সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর আস্তানায় অপহৃত ছয়জন নারীসহ ৩৩ জেলেকে পাওয়া গেছে। ওই এলাকা থেকে ১৬টি নৌকা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে বনের মধ্যে পালিয়ে যায়।’
উদ্ধার জেলেদের বরাত দিয়ে সিয়ামুল হক বলেন, ‘জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য খুলনার কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা করেন। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাঁদের জিম্মি করে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।’
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সিয়ামুল হক বলেন, ‘উদ্ধার জেলেদের কয়রা স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এসব জেলেকে নৌকাসহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’
সুন্দরবনে দস্যুদের হাতে অপহৃত ৬ নারীসহ ৩৩ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার ভোরে সুন্দরবনের করকরি নদীসংলগ্ন মাল্লাখালী এলাকা থেকে তাঁদের উদ্ধার করা হয়।
কোস্ট গার্ড পশ্চিম জোন, বাগেরহাটের মোংলার মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার ব্যক্তিদের সুন্দরবনকেন্দ্রিক দুর্ধর্ষ ডাকাত করিম শরিফ বাহিনী অপহরণ করেছিল।
এ বিষয়ে দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের গণমাধ্যম কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক বলেন, ‘সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর আস্তানায় অপহৃত ছয়জন নারীসহ ৩৩ জেলেকে পাওয়া গেছে। ওই এলাকা থেকে ১৬টি নৌকা জব্দ করা হয়। গতকাল বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত সুন্দরবনের করকরি নদীর মাল্লাখালী এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ফাঁকা গুলি ছুড়ে বনের মধ্যে পালিয়ে যায়।’
উদ্ধার জেলেদের বরাত দিয়ে সিয়ামুল হক বলেন, ‘জেলেরা বুধবার সকালে মাছ ও কাঁকড়া ধরার জন্য খুলনার কয়রা থেকে সুন্দরবনের উদ্দেশে রওনা করেন। পরে ডাকাত করিম শরীফ বাহিনী তাঁদের জিম্মি করে প্রতিজনের কাছ থেকে ১০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। অভিযোগ পেয়ে এই অভিযান চালানো হয়।’
কোস্ট গার্ডের গণমাধ্যম কর্মকর্তা সিয়ামুল হক বলেন, ‘উদ্ধার জেলেদের কয়রা স্টেশনে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় খাবার দেওয়া হয়েছে। তাঁরা সবাই সুস্থ আছেন। এসব জেলেকে নৌকাসহ তাঁদের পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।’
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সংঘর্ষের জেরে ৩৭ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কারের আদেশ আজ বুধবার প্রত্যাহার করে নেওয়া হয়েছে। সেই সঙ্গে সাত আবাসিক হল খুলে দেওয়া হয়েছে। দুপুরে সিন্ডিকেটের জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
১ সেকেন্ড আগেকাজে যোগ দেওয়ার দুই দিন পর পাবনার ঈশ্বরদীতে শামীম হোসেন (২৫) নামের এক প্রকৌশলীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার উপজেলার ছলিমপুরে পাওয়ার গ্রিড কোম্পানির জয়নগর রেস্টহাউস থেকে লাশটি উদ্ধার করা হয়।
২ মিনিট আগেসরকারি খাল-বিল দখল করে যাঁরা নিশ্চিন্তে ‘ঘুমাচ্ছেন’, তাঁদের সেই ঘুমানোর সময় শেষ হয়ে এসেছে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ। অবৈধ দখলদারদের উদ্দেশে তিনি বলেন, এখন সময় এসেছে দখল করা সরকারি জায়গা ছেড়ে দেওয়ার।
৫ মিনিট আগেপ্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় মামলার প্রধান আসামি মেহরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার দুপুরে র্যাবের গোয়েন্দা শাখার সহযোগিতায় র্যাব-১ ও র্যাব-১৩ এর যৌথ অভিযানে গাইবান্ধা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিকেলে র্যাব সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক
৭ মিনিট আগে