Ajker Patrika

নড়াইলে মদপানে স্কুলছাত্রীর মৃত্যু

নড়াইল প্রতিনিধি 
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মদপানে নড়াইলের নড়াগাতি মালোপাড়ায় পূজা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ওই ছাত্রীর মৃত্যু হলেও আজ (বুধবার) খবরটি জানাজানি হয়।

পূজা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের ননী বিশ্বাসের মেয়ে।

এই ঘটনায় ত্রিনয়নী বিশ্বাস (১৫) নামে আরেক স্কুলছাত্রীকে অসুস্থ অবস্থায় লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার আবাশপুর গ্রামের পলাশ বিশ্বাসের মেয়ে।

জানা গেছে, কার্তিয়ানী পূজা উপলক্ষে পূজা ও তার খালাতো বোন ত্রিনয়নী নানাবাড়ি মহাজন গ্রামে মৃত দিল্লীশ্বরের বাড়ি বেড়াতে আসে। গতকাল মঙ্গলবার দুজনে মদপান করে অসুস্থ হয়ে পড়ে। পরে স্বজনরা তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক পূজাকে মৃত ঘোষণা করেন।

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খালিদ সাইফুল্লাহ বেলাল আজকের পত্রিকাকে বলেন, ‘পূজাকে মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছিল। স্বজনদের বরাতে প্রাথমিকভাবে জানা গেছে, সে অতিরিক্ত মদপানে (অ্যালকোহল) মারা গেছে।’

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘বিষয়টির ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত