নিখোঁজের ২২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২৩, ১৪: ৪৩
Thumbnail image

মাগুরার মহম্মদপুরে মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজের ২২ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টার দিকে তার মরদেহ উদ্ধার করে খুলনার ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল।

মৃত ছাত্রের নাম ইয়ামিন শেখ (১২)। সে মধুখালী উপজেলার গাজনা এলাকার রাজ্জাক শেখের ছেলে। মহম্মদপুর উপজেলার দাতিয়াদহ গ্রামের মামা মুনসুর ফকিরের বাড়িতে লেখাপড়া করত সে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদহ গ্রামের মোল্লার ঘাট এলাকায় মধুমতি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। 

স্থানীয়রা জানান, গতকাল দুপুর থেকে পরিবার ও স্থানীয়রা নদীতে জাল টেনে ইয়ামিনকে উদ্ধারের চেষ্টা চালায়। কিন্তু না পেয়ে আজ দুপুর ১২টায় খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সন্ধান চালায়। পরে তার মরদেহ উদ্ধার করে। 

স্থানীয়রা আরও জানান, বাবা স্কুলে পড়াতে চাইলেও মা চেয়েছিলেন ছেলে মাদ্রাসায় পড়বে। তাই মামাবাড়িতে রেখে মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করা হয় ইয়ামিনকে। ভর্তির এক দিন পর মধুমতি নদীতে গোসলে নেমে নিখোঁজ হয় সে। 

নিখোঁজ ইয়ামিন শেখের মামা মুনসুর ফকির বলেন, বুধবার ভাগনে ইয়ামিনকে বাবুখালী আদর্শ দাখিল মাদ্রাসায় চতুর্থ শ্রেণিতে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার দুপুর দেড়টার সময় স্থানীয় কয়েকজনের সঙ্গে বাড়ির পাশে মধুমতি নদীতে গোসল করতে নামে ইয়ামিন। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। 

এ বিষয়ে মহম্মদপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা মো. মোস্তাইন আলী বলেন, খুলনা থেকে আসা ফায়ার সার্ভিসের একটি টিম আধা ঘণ্টা নদীতে তল্লাশি চালিয়ে মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত