Ajker Patrika

তালায় বিএনপির ২ নেতা সাময়িক বহিষ্কার, নাম ভাঙিয়ে চলা ২ জনের বিচার দাবি

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
তালায় বিএনপির ২ নেতা সাময়িক বহিষ্কার, নাম ভাঙিয়ে চলা ২ জনের বিচার দাবি

সাতক্ষীরার তালায় সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তা ছাড়া বিএনপির নাম ভাঙিয়ে বিভিন্ন অন্যায়-অপকর্ম করা অন্য দুজনকে বিচারের আওতায় আনার দাবি জানানো হয়েছে। আজ মঙ্গলবার সকালে পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কার হওয়া দুজন হলেন উপজেলা বিএনপির সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজী ও তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলাম।

তা ছাড়া উপজেলার খলিলনগর ইউনিয়নের মহান্দী গ্রামের মিন্টু জোয়ারদার ও গগন শেখ নামের দুজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

আজ মঙ্গলবার সকালে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনবিরোধী ও দলীয় শৃঙ্খলাপরিপন্থী কাজে জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপি সহ-শিল্প বিষয়ক সম্পাদক আব্দুল হান্নান গাজীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজ মঙ্গলবার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, দলীয় নির্দেশনা অমান্য করে সংগঠন বিরোধী ও শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত থাকায় তালা সদর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজুল ইসলামকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

অন্যদিকে খলিলনগর ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক গাজী আছির উদ্দিন এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, মহান্দী গ্রামের মিন্টু জোয়ার্দার ও গগন শেখ নামের দুজন বিএনপির নাম ভাঙিয়ে ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, মারধরসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যাস্থাগ্রহনের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। তারা জানান এরা দলের কেউ না তাদের অপকর্মের দায় দল নেবে না।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায় আজকের পত্রিকাকে বলেন, ‘দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে দলীয় ও সুযোগ সন্ধানী ব্যক্তিরা বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়ছে বলে অভিযোগ পাচ্ছি। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দল থেকে মঙ্গলবার বহিষ্কার করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

র‍্যাবের গুলিতে নিহত কলেজছাত্র সিয়াম মাদক কারবারি নয়, দাবি পরিবারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত