ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলীয় নেতা–কর্মীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরে তাঁর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পরে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নেতা–কর্মীরা। উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ প্রমুখ।
এ সময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, সঙ্গে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন, খেলা করত। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে আমার বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘জানতে পেরেছি, হয়তো আগামীকালের মধ্যে আনারের মৃতদেহের তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই দলীয় কর্মসূচি দেওয়া হবে।’
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে, সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।’
আরও পড়ুন–
ঝিনাইদহ–৪ (কালীগঞ্জ) আসনের এমপি আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িতদের শাস্তি ও মৃতদেহ উদ্ধারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন দলীয় নেতা–কর্মীরা। আজ শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত শহরে তাঁর বাড়ির সামনে এ কর্মসূচি পালন করা হয়।
পরে এমপির মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুসহ নেতা–কর্মীরা। উপস্থিত ছিলেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান, কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ প্রমুখ।
এ সময় মুমতারিন ফেরদৌস ডরিন বলেন, ‘বাবা হত্যার পরিকল্পনাকারী শাহীনকে গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হোক, সঙ্গে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হোক। তাহলে হয়তো অনেক তথ্য বেরিয়ে আসবে। অনেক আগে কালীগঞ্জে আসত শাহীন, খেলা করত। বাবার সঙ্গে তার পরিচয় থাকতে পারে, তবে আমার বাবার সঙ্গে শাহীনের ব্যবসা ছিল বলে জানা নেই।’
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু বলেন, ‘জানতে পেরেছি, হয়তো আগামীকালের মধ্যে আনারের মৃতদেহের তথ্য জানা যাবে। তবে আনারের মৃতদেহ পাওয়ার পরই দলীয় কর্মসূচি দেওয়া হবে।’
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুর রহমান বলেন, ‘আমরা এমপির পরিবারের নিরাপত্তার কাজ করছি। যেহেতু ঢাকা ও কলকাতায় মামলা হয়েছে, সেখান থেকেই তদন্ত করছে। তাদের নির্দেশনা আসলে আমরা সেভাবে কাজ করব।’
আরও পড়ুন–
শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অস্থিরতা যেন আর না ঘটে সে বিষয়ে আমাদের পরিকল্পনা রয়েছে। পুরো সমাজ একটি অস্থিরতার মধ্যে চলছে এবং সব যে রাতারাতি ঠিক হয়ে যাবে, সেটা ভাবাও বোধ হয় ঠিক নয়।
৬ মিনিট আগেনেত্রকোনায় ঘর থাকে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করে লাশ মাটিচাপা দেওয়ার দায়ে একজনকে মৃত্যুদণ্ড ও অপরজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
১৫ মিনিট আগেখুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে ও অবিলম্বে উপাচার্যের পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার নেতা-কর্মীরা। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের নতুন কলা ভবনসংলগ্ন
২১ মিনিট আগেছয় দফা দাবি বাস্তবায়নে চলমান আন্দোলন সাময়িকভাবে স্থগিত করার যে সিদ্ধান্ত পলিটেকনিক শিক্ষার্থীরা নিয়েছিলেন, সেটি প্রত্যাহার করা হয়েছে। আজ বুধবার দুপুরে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাহার করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির ওপর আস্থা না থাকায় তাঁরা এই
২৩ মিনিট আগে