ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন না আশরাফুল আলম (হিরো আলম)। আজ শুক্রবার দুপুরে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে সোমবার ওই আসনে উপনির্বাচনের অংশগ্রহণ করার ঘোষণা দেন তিনি। এ দিন হিরো আলমের এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও আসে।
এ সময় তিনি বলেন, ‘ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি। তখন তাঁরা আমাকে বলেছেন-সবাই আমাকে চেনেন, আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। সেখানকার জনসাধারণ বলেছেন-নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবেন। আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি।’
এ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই জেলাজুড়ে তুমুল আলোচনা শুরু হয়। শুক্রবার নির্বাচনী কাজে হিরো আলমের ঝিনাইদহে আসার খবরও ছড়িয়ে পড়ে।
এ দিকে আজ সকাল থেকেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শহরের বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা গেছে। তারা তাদের পছন্দের মানুষটিকে এক নজর দেখতে চান। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, অবশেষে বিকেল পর্যন্ত হিরো আলম আসেননি। ভক্তরা তাঁকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
পরে বিকেলে কথা হয় আজকের পত্রিকার সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনের কাজে ঝিনাইদহে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে চিন্তা-ভাবনা করে আর যাইনি।’
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট করা কোনো বিষয় না, যে কোনো জায়গা থেকেই ভোট করা যায়। কিন্তু ভোট করতে গেলে এলাকায় ব্যাকআপ লাগে। ব্যাকআপ ছাড়া ভোট করব কীভাবে।’
স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার উল্লেখ করে আশরাফুল আলম বলেন, ‘সবাই তো খালি আমাকে ফোন দিয়ে আওয়ামী লীগের পরিচয় দেয়। আর বলে-আমি আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি, সেক্রেটারি, সভাপতি, চেয়ারম্যান, অমুক-তমুক, দুনিয়ার পরিচয় দিয়ে ফোন দিতে থাকে। তারা বলে-আসেন ভোট করেন, আমরা আছি।’
তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে আমি কার ভরসায় ভোট করব, আমার দায়িত্ব কে নেবে। আজ ঝিনাইদহ যাওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো সাপোর্ট নেই বলে যাওয়া ক্যানসেল করেছি।’
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে ৫ জুন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।
ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনের উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন না আশরাফুল আলম (হিরো আলম)। আজ শুক্রবার দুপুরে মোবাইল ফোনে আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। এর আগে সোমবার ওই আসনে উপনির্বাচনের অংশগ্রহণ করার ঘোষণা দেন তিনি। এ দিন হিরো আলমের এ বিষয়টি বিভিন্ন গণমাধ্যমেও আসে।
এ সময় তিনি বলেন, ‘ঝিনাইদহ-১ আসনের লোকজনের সঙ্গে কথা বলেছি। তখন তাঁরা আমাকে বলেছেন-সবাই আমাকে চেনেন, আমি তাদের কাছে প্রিয় এবং পরিচিত মুখ। সেখানকার জনসাধারণ বলেছেন-নির্বাচনে তারা সাহায্য সহযোগিতা করবেন। আমি আমার প্রতি তাদের ভালোবাসা দেখে সেখানে উপনির্বাচনে অংশ নিতে রাজি হয়েছি।’
এ সংবাদ প্রচার হওয়ার পর থেকেই জেলাজুড়ে তুমুল আলোচনা শুরু হয়। শুক্রবার নির্বাচনী কাজে হিরো আলমের ঝিনাইদহে আসার খবরও ছড়িয়ে পড়ে।
এ দিকে আজ সকাল থেকেই তার ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের শহরের বিভিন্ন স্থানে অপেক্ষা করতে দেখা গেছে। তারা তাদের পছন্দের মানুষটিকে এক নজর দেখতে চান। কিন্তু সকাল গড়িয়ে দুপুর, অবশেষে বিকেল পর্যন্ত হিরো আলম আসেননি। ভক্তরা তাঁকে কল দিলেও তিনি রিসিভ করেননি।
পরে বিকেলে কথা হয় আজকের পত্রিকার সঙ্গে। তিনি বলেন, ‘নির্বাচনের কাজে ঝিনাইদহে যাওয়ার কথা ছিল, কিন্তু পরে চিন্তা-ভাবনা করে আর যাইনি।’
তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘ভোট করা কোনো বিষয় না, যে কোনো জায়গা থেকেই ভোট করা যায়। কিন্তু ভোট করতে গেলে এলাকায় ব্যাকআপ লাগে। ব্যাকআপ ছাড়া ভোট করব কীভাবে।’
স্থানীয় ক্ষমতাসীন দলের নেতার উল্লেখ করে আশরাফুল আলম বলেন, ‘সবাই তো খালি আমাকে ফোন দিয়ে আওয়ামী লীগের পরিচয় দেয়। আর বলে-আমি আওয়ামী লীগের সাংগঠনিক সভাপতি, সেক্রেটারি, সভাপতি, চেয়ারম্যান, অমুক-তমুক, দুনিয়ার পরিচয় দিয়ে ফোন দিতে থাকে। তারা বলে-আসেন ভোট করেন, আমরা আছি।’
তিনি আরও বলেন, ‘ওখানে গিয়ে আমি কার ভরসায় ভোট করব, আমার দায়িত্ব কে নেবে। আজ ঝিনাইদহ যাওয়ার কথা ছিল, কিন্তু তেমন কোনো সাপোর্ট নেই বলে যাওয়া ক্যানসেল করেছি।’
উল্লেখ্য, ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য আব্দুল হাইয়ের মৃত্যুতে শূন্য হওয়া আসনে ভোট হবে ৫ জুন। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করবেন খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা।
রাজশাহীর বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলুর বাড়িতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের কেশবপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ গিয়ে বাড়ির আশপাশে তল্লাশি চালিয়ে তিনটি বিস্ফোরিত ও ছয়টি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করেছে।
১৮ মিনিট আগেজাতীয় কবি কাজী নজরুল ইসলামের নাতি বাবুল কাজী (৫৯) দগ্ধের ঘটনায় ১৬ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডা. মো. মারুফুল ইসলাম।
৪১ মিনিট আগেকক্সবাজারের চকরিয়া পৌরসভায় বিয়ের আট মাসের মাথায় স্বামীর হাতে ছুরিকাঘাতে তরুণী গৃহবধূ উম্মে হাফ্সা তুহির (১৮) মৃত্যুর ঘটনায় পাঁচজনের নামে মামলা করা হয়েছে। মামলায় আরও দু-তিনজনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে। গতকাল শুক্রবার মধ্যরাতে চকরিয়া থানায় মামলাটি করা হয়। এ ঘটনায় তাঁর স্বামীকে গ্রেপ্তার করেছে পুলি
৪৩ মিনিট আগেফরিদপুরের নগরকান্দায় ওয়াজ মাহফিলে ডেকে নিয়ে এক তরুণকে মারধরের ঘটনায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে থানার ওসিসহ ২০ জন আহত হয়েছে। আজ শনিবার সকাল ৮টায় নগরকান্দা পৌরসভার মীরাকান্দা ও পার্শ্ববর্তী ফুলসূতি ইউনিয়নের সলিথা গ্রামবাসীর মধ্যে এই সংঘর্ষ হয়।
২ ঘণ্টা আগে