বেনাপোল (যশোর) প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তিনি ঢাকা সিএমএস হাসপাতালে মারা যান। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের জব্বার আলীর ছেলে।
আবদুল্লাহর মৃত্যুতে বেনাপোলে তাঁর বাড়িতে চলছে মাতম। খবর পেয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসা অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আবদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।
তিনি শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ২৫ হাজার ও জেলা প্রশাসন থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় যশোর জেলা প্রশাসক, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেনাপোল বন্দর পরিচালক, পোর্ট থানা ওসিসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৫ আগস্ট সকালে ঢাকার ওয়ারী থানার সামনে ছাত্র–জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আহত হন। দীর্ঘ তিন মাস দুই দিন ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টায় বেনাপোলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আবদুল্লাহর স্কুলশিক্ষক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘অভাবী পরিবার থেকে অনেক কষ্টে সে উচ্চশিক্ষা গ্রহণে ঢাকায় গিয়েছিল। বাবা-মায়ের স্বপ্নপূরণের আগেই সে বিদায় নিয়েছে।’
তিনি বলেন, আগামী রোববার বেনাপোলের সব মসজিদ–মাদ্রাসায় দোয়া, মন্দিরে প্রার্থনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালন করবে শিক্ষার্থীরা। সরকারকে আবদুল্লাহর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ আবদুল্লাহ অবশেষে মৃত্যুর কাছে হার মানলেন। দীর্ঘ তিন মাস চিকিৎসাধীন থাকার পর আজ বৃহস্পতিবার তিনি ঢাকা সিএমএস হাসপাতালে মারা যান। তিনি রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থী এবং বেনাপোল পৌরসভার বড় আঁচড়া গ্রামের জব্বার আলীর ছেলে।
আবদুল্লাহর মৃত্যুতে বেনাপোলে তাঁর বাড়িতে চলছে মাতম। খবর পেয়ে বেনাপোল বন্দর পরিদর্শনে আসা অন্তর্বর্তী সরকারের নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন আবদুল্লাহর বাড়িতে গিয়ে তাঁর পরিবারকে সান্ত্বনা জানিয়েছেন।
তিনি শোকাহত পরিবারের সঙ্গে কথা বলেন এবং সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে তিনি বেনাপোল পৌরসভার পক্ষ থেকে ২৫ হাজার ও জেলা প্রশাসন থেকে ৫০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় যশোর জেলা প্রশাসক, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা, বেনাপোল বন্দর পরিচালক, পোর্ট থানা ওসিসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, গত ৫ আগস্ট সকালে ঢাকার ওয়ারী থানার সামনে ছাত্র–জনতার মিছিলে গুলিবিদ্ধ হয়ে আবদুল্লাহ আহত হন। দীর্ঘ তিন মাস দুই দিন ঢাকার সিএমএস হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। শুক্রবার সকাল ১০টায় বেনাপোলে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
আবদুল্লাহর স্কুলশিক্ষক আব্দুল মান্নান আজকের পত্রিকাকে বলেন, ‘অভাবী পরিবার থেকে অনেক কষ্টে সে উচ্চশিক্ষা গ্রহণে ঢাকায় গিয়েছিল। বাবা-মায়ের স্বপ্নপূরণের আগেই সে বিদায় নিয়েছে।’
তিনি বলেন, আগামী রোববার বেনাপোলের সব মসজিদ–মাদ্রাসায় দোয়া, মন্দিরে প্রার্থনা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শোক পালন করবে শিক্ষার্থীরা। সরকারকে আবদুল্লাহর পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
ঢাকার ধামরাইয়ে তিন দফা দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পোশাক কারখানার শ্রমিকেরা। সড়ক দুর্ঘটনায় দুই শ্রমিকের মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে আজ বৃহস্পতিবার সকালে শ্রীরামপুর এলাকার গ্রাফিক্স টেক্সটাইল লিমিটেডের শ্রমিকেরা এ বিক্ষোভ করেন। এ সময় অবরোধস্থলের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
৬ ঘণ্টা আগেপটুয়াখালীর মির্জাগঞ্জে খালের পানিতে ডুবে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার কাকড়াবুনিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামে এই ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেযশোরের অভয়নগরে পুকুরে ডুবে এক দেড় বছরের শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার অভয়নগর গ্রামের মধ্যপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
৭ ঘণ্টা আগেচুয়াডাঙ্গার দামুড়হুদা অবৈধভাবে হুন্ডির মাধ্যমে টাকা পাচারকালে সেলিম হোসেন (২৬) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার চুয়াডাঙ্গা–৬ বিজিবির দর্শনা বিওপির একটি টহলদল তাকে আটক করে।
৭ ঘণ্টা আগে