Ajker Patrika

শ্যামনগরে কৃষক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

সাতক্ষীরা প্রতিনিধি
শ্যামনগরে কৃষক লীগ নেতা হত্যা মামলায় আ.লীগ নেতা রিমান্ডে

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম হত্যা মামলার প্রধান আসামি খোলপেটুয়া ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লোকমান বিশ্বাসের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ রোববার সাতক্ষীরার জ্যেষ্ঠ বিচারিক হাকিম নয়ন বিশ্বাস এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা শ্যামনগর থানার উপপরিদর্শক (এসআই) সরল কুমার বিশ্বাস জিজ্ঞাসাবাদের জন্য লোকমান বিশ্বাসকে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছিলেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা সরল কুমার বিশ্বাস বলেন, ১৮ জুলাই আত্মসমর্পণ করার পর লোকমান বিশ্বাসকে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালত থেকে থানায় আনা হয়েছে।

প্রসঙ্গত, খোলপেটুয়া গ্রামের চিংড়ি ঘেরের ২৫ বিঘা জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে গত ৪ জুলাই মধ্যরাতে ডিঙি নৌকায় স্ত্রী ফিরোজাকে বেঁধে রেখে গাবুরা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আবুল কাশেম কাগুচীকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আবু মুসা গাজী, লোকমান গাজী, আব্দুর রহিম, শুকুর আলী সরদার, মিজান গাজী, সালাহউদ্দিন গাজী, সেকেন্দার গাজী ও আবু শ্যামা গাজীর নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আটজনের বিরুদ্ধে ৫ জুলাই শ্যামনগর থানায় হত্যা মামলা করেন। মামলার এজাহারভুক্ত তিনজন ও এজাহারবহির্ভূত পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত