রাস্তা বন্ধ করে নির্বাচনী সভা, মাশরাফির প্রতিনিধিকে আবার জরিমানা

নড়াইল প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৩, ২১: ৫৬
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ২২: ১২

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে নড়াইল-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাশরাফি বিন মর্তুজার প্রতিনিধিকে আবারও জরিমানা করা হয়েছে। আজ শনিবার শহরের রূপগঞ্জ এলাকায় রাস্তা বন্ধ করে নির্বাচনী সভার আয়োজন করা হয়। সে জন্য প্রতিনিধি সুব্রত ঘোষকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান এ জরিমানা করেন। জরিমানাপ্রাপ্ত সুব্রত ঘোষ রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক। 

আজ শনিবার বিকেলে নড়াইল শহরের রূপগঞ্জ এলাকার স্বর্ণপট্টিতে রাস্তা বন্ধ করে মাশরাফির নির্বাচনী সভার আয়োজন করে রূপগঞ্জ শিল্প ও বণিক সমিতি। এ সময় রাস্তা বন্ধ করে নির্বাচনী প্যান্ডেল করায় আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সুব্রত ঘোষকে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানার পাশাপাশি চলাচলের রাস্তায় নির্বাচনী প্যান্ডেলসহ যাবতীয় প্রতিবন্ধকতা সরিয়ে নেওয়ার নির্দেশ দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমান। 

এর আগে, ২৫ ডিসেম্বর দুপুরে নড়াইল পৌরসভায় মাশরাফির এক প্রতিনিধিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। আলাদাতপুর এলাকায় দেয়ালে পোস্টার লাগানোর অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. অনিসুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছিলেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত