চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিক মো. শান্তর (১৬) লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে তার স্বজন ও এলাকাবাসী এ বিক্ষোভ করে। এ সময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন তার স্বজন ও গ্রামবাসী। এ সময় স্বজনেরা বলেন, শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। গতকাল সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ইটভাটার পেছনের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় পুলিশের বিচারের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
চুয়াডাঙ্গায় ইটভাটা শ্রমিক মো. শান্তর (১৬) লাশ নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের শহীদ হাসান চত্বর চৌরাস্তার মোড়ে তার স্বজন ও এলাকাবাসী এ বিক্ষোভ করে। এ সময় শান্তর অস্বাভাবিক মৃত্যুর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
গতকাল সোমবার রাতে সদর উপজেলার শংকরচন্দ্র ইউনিয়নের জালশুকা গ্রামের হিমালয় অটো ব্রিক্সের একটি ইটভাটার পুকুর থেকে শ্রমিক শান্তর লাশ উদ্ধার করা হয়। স্বজনদের দাবি, তাঁকে হত্যার পর পুকুরে ফেলে দেওয়া হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে পাঠায়।
আজ মঙ্গলবার দুপুরে হাসপাতালের মর্গ থেকে শান্তর লাশ নিয়ে শহরের শহীদ হাসান চত্বরে বিক্ষোভ করেন তার স্বজন ও গ্রামবাসী। এ সময় স্বজনেরা বলেন, শান্তকে হত্যার জন্য নানাভাবে হুমকি-ধমকি দেওয়া হতো। গতকাল সোমবার সকালে সে ইটভাটায় কাজ করতে গিয়ে আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজির একপর্যায়ে ওই ইটভাটার পেছনের গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এর রহস্য উদঘাটন ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা।
পরে সেখানে মানববন্ধন করা হয়। এ সময় পুলিশের বিচারের আশ্বাস পেয়ে বাড়ি ফিরে যায় আন্দোলনকারীরা।
এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী আজকের পত্রিকাকে বলেন, এটি হত্যাকাণ্ড কিনা এখনই নিশ্চিত নয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ফুঁপিয়ে কেঁদেছেন ব্যারিস্টার তুরিন আফরোজ। ক্ষোভ ঝেড়েছেন সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান। আশার কথা শুনিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত। পালিয়ে থাকার তথ্য দিলেন সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক...
১৩ মিনিট আগেবাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) প্রথমবারের মতো শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘রিনিউয়েবল এনার্জি ফেস্ট ২০২৫ ’। পাশাপাশি ইয়ুথ হাবে তরুণদের অংশগ্রহণে বিভিন্ন কর্মশালা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নেটওয়ার্কিং সেশন চলছে।
২১ মিনিট আগেপেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
১ ঘণ্টা আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
১ ঘণ্টা আগে