Ajker Patrika

কুষ্টিয়ায় সেতুর নির্মাণসামগ্রী রাখার ঘরে মধ্যরাতে বোমা বিস্ফোরণ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
নির্মাণাধীন সেতু এলাকায় নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা বিস্ফোরণ হয়। ছবি: আজকের পত্রিকা
নির্মাণাধীন সেতু এলাকায় নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা বিস্ফোরণ হয়। ছবি: আজকের পত্রিকা

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মাথাভাঙ্গা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাছে নির্মাণসামগ্রী রাখার ঘরে বোমা হামলার অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের তেকালা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে।

সেতু নির্মাণ প্রকল্প ও স্থানীয় সূত্র জানায়, মাথাভাঙ্গা নদীর ওপর প্রায় ১৮ কোটি টাকার বেশি বাজেটে দৌলতপুর ও মেহেরপুরের গাংনী উপজেলার মধ্যে সংযোগকারী তেকালা-বেতবাড়িয়া সেতুর কাজ বাস্তবায়ন করছে ঢাকার ঠিকাদারি প্রতিষ্ঠান ওয়াটার ব্লাস্ট লিমিটেড। প্রতিষ্ঠানটি সম্প্রতি ওই এলাকায় কাজ শুরু করেছে।

সন্ত্রাসীরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং নির্মাণসামগ্রী রাখার ঘরে হামলা চালিয়ে পালিয়ে যায়। এর আগে ওই ঘরে শ্রমিকেরা থাকতেন। পাশে আরেকটি ঘর তৈরি করে সেখানে এখন শ্রমিকেরা থাকনে।

ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকৌশলী রুহুল আমিন বলেন, ‘আমাদের কাছে কেউ চাঁদা বা কাজের বিষয়ে কোনো দাবি করেনি। সকালে শুনলাম সাইটে বোমা হামলা হয়েছে এবং শ্রমিকদের থাকার ঘরে হামলা চালানো হয়েছে। বিষয়টি কোম্পানির ঊর্ধ্বতনদের জানিয়ে আইনগত ব্যবস্থা নেব।’

স্থানীয়রা জানান, রাতে সেতু এলাকায় তিনবার জোরে আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে গিয়ে দেখি সেখানকার শ্রমিকদের থাকার ঘরগুলো ভেঙে দেওয়া হয়েছে। আর ঘটনাস্থলে একটি বোমা সদৃশ বস্তু পড়ে আছে। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা এসে সেটি উদ্ধার করে। তাঁরা আরও জানান, আগের শ্রমিকেরা ওই ঘরে থাকলেও এখন সেখানে নির্মাণ সামগ্রী রাখা হয়।

ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা
ঘটনাস্থল থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। ছবি: আজকের পত্রিকা

তেকালা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) আনিসুর রহমান আনিস বলেন, ‘নির্মাণাধীন সেতু এলাকায় সন্ত্রাসীরা তিনটি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং শ্রমিকদের থাকার ঘরে হামলা চালিয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। ধারণা করা হচ্ছে, চাঁদার ইঙ্গিত দিতেই তারা এ হামলা চালিয়েছে।’

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘ঘটনার তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে একটি বোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে স্থানীয় পুলিশ ফাঁড়ি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিশ্ববিদ্যালয় ঘোষণা হলেই মেয়াদ শেষ নতুন পরিচালনা কমিটির

‘মবের হাত থেকে বাঁচাতে’ পলকের বাড়ি হয়ে গেল অস্থায়ী পুলিশ ক্যাম্প

ভ্যানিটি ব্যাগ ধরে টান, সন্তানসহ ছিটকে পড়তেই তরুণীর গালে ছুরিকাঘাত

এনসিপিকে চাঁদা দিচ্ছেন ধনীরা, ক্রাউডফান্ডিং করেও অর্থ সংগ্রহ করা হবে: নাহিদ ইসলাম

আ. লীগ নির্বাচনে অংশ নেবে কি না, তারাই সিদ্ধান্ত নেবে: বিবিসিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত