গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার ছবি (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
আজ বুধবার দুপুরে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে। তিনি এলএলবি শেষে ঢাকায় শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন। তবে কোথায় কাজ করছিলেন তা জানা যায়নি।
আহতরা হলেন—গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।
স্থানীয়রা জানান, রোমানা মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাংনীর গাঁড়াডোব এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রোমানা রাস্তার ওপর ছিটকে পড়লে অপর একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মেহেরপুরের গাংনীতে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষানবিশ আইনজীবী রোমানা আক্তার ছবি (৪০) নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন চারজন।
আজ বুধবার দুপুরে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রোমানা মেহেরপুর শহরের ক্যশবপাড়া এলাকার খোকন মোল্লার মেয়ে। তিনি এলএলবি শেষে ঢাকায় শিক্ষানবিশ হিসেবে কাজ করছেন। তবে কোথায় কাজ করছিলেন তা জানা যায়নি।
আহতরা হলেন—গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সোহেল রানা (২৮), একই গ্রামের রবিউল ইসলামের ছেলে মাসুম রানা (৩৫), ঝিনাইদহ সদর উপজেলার সিকারপুর গ্রামের ফটিক বিশ্বাসের ছেলে লুৎফর রহমান (২৫) ও ছাতিয়ান গ্রামের আরিফুল ইসলামের ছেলে রাজু আহমেদ জয় (২৩)।
স্থানীয়রা জানান, রোমানা মোটরসাইকেলে মেহেরপুর থেকে গাংনীর উদ্দেশ্যে যাচ্ছিলেন। গাংনীর গাঁড়াডোব এলাকায় পৌঁছালে সামনের দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় রোমানা রাস্তার ওপর ছিটকে পড়লে অপর একটি মোটরসাইকেল তাঁকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আব্দুল্লাহ আল মারুফ বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যুর সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রকৌশল বিভাগের ২০২৪-২৫ অর্থ বছরের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতির অবস্থা প্রকাশ করা হয়েছে
৬ মিনিট আগেসিলেট নগরের মাছিমপুর এলাকায় স্বামী-স্ত্রীর মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে। স্থানীয়রা এ ঘটনাকে আত্মহত্যা বললেও পুলিশ জানিয়েছে, তারা অসুস্থ হয়ে মারা গেছেন। আজ বুধবার সকালে মাছিমপুরের খন্দকারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে এক কলেজছাত্রকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে তরুণীর সঙ্গে বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাল্যবিবাহের কাবিন নিবন্ধন করার অপরাধে কাজির সহকারীকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
২৮ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ বুধবার দুপুরে পূর্বাচল ৩ নম্বর সেক্টরের ভুইয়াবাড়ি সেতুতে এই দুর্ঘটনা ঘটে।
৩৩ মিনিট আগে