Ajker Patrika

ক্যাম্পাসে ‘সান্ধ্য আইন’ বাতিলের দাবি ইবি ছাত্র ইউনিয়নের

ইবি প্রতিনিধি 
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা
ইসলামী বিশ্ববিদ্যালয়। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রভোস্ট কাউন্সিলের ১৪০তম সভায় গৃহীত সান্ধ্য আইন বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় সংসদ। আজ সোমবার ইবি ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক মনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবি জানানো হয়।

এর আগে ২২ ডিসেম্বর প্রভোস্ট কাউন্সিল এক আদেশে ছাত্রদের জন্য রাত ১১টার মধ্যে এবং ছাত্রীদের জন্য মাগরিবের নামাজের ১৫ মিনিটের মধ্যে হলগেট বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।

ছাত্র ইউনিয়ন এই সিদ্ধান্তকে শিক্ষার্থীদের মৌলিক স্বাধীনতা ও স্বাভাবিক জীবনযাত্রায় প্রতিবন্ধক বলে আখ্যা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ‘শিক্ষার্থীদের স্বাধীনতা ও অধিকার রক্ষায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সব সময় কাজ করে আসছে। কোনো নীতির আড়ালে শিক্ষার্থীদের মৌলিক অধিকার হরণের সিদ্ধান্ত গ্রহণ করা কখনোই গ্রহণযোগ্য নয়। একটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মুক্ত চিন্তা, মতপ্রকাশ এবং স্বাভাবিক জীবনযাপনের পরিবেশ নিশ্চিত করার জায়গা। তবে এই সান্ধ্য আইন শিক্ষার্থীদের অধিকারকে সংকুচিত করবে এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি করবে।’

সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনের উচিত শিক্ষার্থীদের মতামত ও স্বার্থকে প্রাধান্য দেওয়া। আমরা এই আইন দ্রুত বাতিলের দাবি জানাচ্ছি। অন্যথায়, ছাত্র ইউনিয়ন শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে।’

এ দিকে সান্ধ্য আইনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানান সমালোচনা। শিক্ষার্থীরা এই সিদ্ধান্তকে অযৌক্তিক বলে জানিয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত