মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের অপরাজিত মিলনায়তনে আসা পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।
জানা যায়, প্রথম দিনে মোল্লাহাটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হচ্ছে এই টিকা। একই সঙ্গে মোল্লাহাট কে আর কলেজের ৬০৯ জন, জাতির জনক মহিলা কলেজের ৫৩ জন, লায়লা আজাদ কলেজের ১৬৮ জন, কাহালপুর আলিম মাদ্রাসার ৬৭ জন, নতুন ঘোষগাতী আলিম মাদ্রাসার ৩৬ জন, কে আর কলেজ কারিগরির ১৬২ জন, লুৎফুর রহমান টেকনিক্যাল কলেজের ২৭৪ জন, নুর জাহান মহিলা বিএম কলেজের ৯৫ জন, সিএস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের ২৯৫ জন শিক্ষার্থীকে পরীক্ষা শুরু আগেই দেওয়া হবে ফাইজার টিকার প্রথম ডোজ।
মোল্লাহাট কে আর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাফিজুর আলম বলেন, `পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পারব ভাবতে পারিনি। টিকা নেওয়ার পর আমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি টিকা গ্রহণ করেছি এবং অন্য শিক্ষার্থীদেরও টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।'
মোল্লাহাট সরকারি জাতির জনক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুনজিলা খানম বলেন, পরীক্ষা শুরুর আগে টিকা নিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবেন।
টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
বাগেরহাটের মোল্লাহাটে এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে করোনার টিকা প্রদান কার্যক্রম শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে উপজেলা পরিষদের অপরাজিত মিলনায়তনে আসা পরীক্ষার্থীদের টিকা দেওয়া হচ্ছে। এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের দেওয়া হচ্ছে ফাইজারের টিকা।
জানা যায়, প্রথম দিনে মোল্লাহাটের ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হচ্ছে এই টিকা। একই সঙ্গে মোল্লাহাট কে আর কলেজের ৬০৯ জন, জাতির জনক মহিলা কলেজের ৫৩ জন, লায়লা আজাদ কলেজের ১৬৮ জন, কাহালপুর আলিম মাদ্রাসার ৬৭ জন, নতুন ঘোষগাতী আলিম মাদ্রাসার ৩৬ জন, কে আর কলেজ কারিগরির ১৬২ জন, লুৎফুর রহমান টেকনিক্যাল কলেজের ২৭৪ জন, নুর জাহান মহিলা বিএম কলেজের ৯৫ জন, সিএস টেকনিক্যাল অ্যান্ড বি এম কলেজের ২৯৫ জন শিক্ষার্থীকে পরীক্ষা শুরু আগেই দেওয়া হবে ফাইজার টিকার প্রথম ডোজ।
মোল্লাহাট কে আর কলেজের এইচএসসি পরীক্ষার্থী মাফিজুর আলম বলেন, `পরীক্ষার আগে টিকা গ্রহণ করতে পারব ভাবতে পারিনি। টিকা নেওয়ার পর আমার কোনো পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। আমি টিকা গ্রহণ করেছি এবং অন্য শিক্ষার্থীদেরও টিকা নেওয়ার জন্য অনুরোধ করছি।'
মোল্লাহাট সরকারি জাতির জনক মহিলা কলেজের এইচএসসি পরীক্ষার্থী মুনজিলা খানম বলেন, পরীক্ষা শুরুর আগে টিকা নিতে পারায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, শুধু এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে। প্রথম দিনে ১ হাজার ৬৭৯ জনকে দেওয়া হবে এই টিকা। পর্যায়ক্রমে সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা টিকা পাবেন।
টিকা দেওয়ার সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।
অহিংস গণ-অভ্যুত্থানের অন্যতম সংগঠক মাহবুবুল আলম চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশনের একটি টিম
১ ঘণ্টা আগেজামিনে কারাগার থেকে মুক্তি পাওয়ার পরই গ্রেপ্তার হয়েছেন রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা রাহেনুল হক। সোমবার (২৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে তিনি রাজশাহী কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান এবং এরপরই জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাঁকে গ্রেপ্তার করেন
২ ঘণ্টা আগেঅবশেষে কক্সবাজার-সেন্ট মার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। আগামী বৃহস্পতিবার কক্সবাজার শহরের নুনিয়ারছড়া বিআইডব্লিউটিএর ঘাট থেকে কেয়ারি সিন্দাবাদ নামক একটি জাহাজ পর্যটক নিয়ে সেন্ট মার্টিন যাবে
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হল শাখা ছাত্রলীগের আপ্যায়নবিষয়ক সম্পাদক ইমন খান জীবনকে (২৮) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার (২৪ নভেম্বর) রাতে নারায়ণগঞ্জ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়
২ ঘণ্টা আগে