আনোয়ার হোসেন, মনিরামপুর (যশোর) প্রতিনিধি
বর্ষাকালে পানিতে থই থই করে খাল-বিল, নদী-নালা। কিন্তু এবার অনাবৃষ্টিতে প্রকৃতির চিরাচরিত সেই নিয়ম যেন পাল্টে গেছে। আষাঢ় শেষে শ্রাবণ পার হতে চললেও কোথাও পানির দেখা নেই। খরায় মাঠঘাট খাঁ খাঁ করছে। এতে বিপাকে পড়েছেন আমনচাষিরা। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় কৃষক খেতে আমনের চারা রোপণ করতে পারছেন না। পুকুর ও ডোবা-নালা শুকিয়ে থাকায় পাট কেটে জাগ দেওয়া নিয়েও বিপাকে আছেন তাঁরা।
এদিকে বৃষ্টি না থাকলেও সেচের পানিতে কৃষক আমন চাষ শুরু করবেন তারও উপায় নেই। লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালানো সম্ভব হচ্ছে না। ফলে সংকট তীব্র হচ্ছে যশোরের মনিরামপুরের কৃষকদের।
মনিরামপুর উপজেলা কৃষি দপ্তর বলছে, জুনের মাঝামাঝি আমনের বীজতলা তৈরি করা হয়। জুলাইয়ের মাঝামাঝি কৃষক খেতে আমন রোপণ শুরু করেন। এ বছর ২২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃষ্টি না হওয়ায় পুরোপুরি আমন চাষ শুরু হয়নি। সময়মতো চাষ শুরু করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঢাকুরিয়া, কাশিমনগর, খেদাপাড়া, রোহিতা, ঝাঁপা, চালুয়াহাটি, শ্যামকুড়ের মাঠগুলোতে কিছু কৃষক সেচের পানিতে আমন রোপণ করেছেন। অনেকে জমি চাষ করে বৃষ্টির অপেক্ষায় ফেলে রেখেছেন। পানি কিনে আমন রোপণের ইচ্ছা থাকলেও দিনে সাত-আট ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্রের মালিকেরা কৃষকদের জমিতে পানি দিতে পারছেন না। ফলে মৌসুম পার হতে চললেও পুরোপুরি এ উপজেলায় আমন চাষ এখনো শুরু হয়নি।
উপজেলার মামুদকাটি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ‘খেতে পানি জমার মতো বৃষ্টি হচ্ছে না। পানি কিনে ১৫ কাঠায় ধান রোপণ করিছি। অন্য মাঠে একখণ্ড জমি আছে। সেখানে এখনো সেচের পানি ঢোকেনি। বৃষ্টি না হলি এবারও বোরো চাষের মতো আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা পানির দাম দেওয়া লাগবে।’
রঘুনাথপুর মাঠের সেচযন্ত্রের মালিক নাজিম উদ্দিন বলেন, ‘আমার স্কিমের আওতায় ২০ বিঘা জমি। তার মধ্যে নিজের সাড়ে ৩ বিঘা। প্রতিবার বৃষ্টির পানিতে আমন হয়েছে। প্রথম দিকে দুই-একটা সেচ দিতে হতো। এবার শুরু থেকে সেচের পানিতে আমন চাষ হচ্ছে। বোরো চাষের মতো ২৪ ঘণ্টা মোটর চালু রাখতে হচ্ছে। কিন্তু ঠিকমতো বিদ্যুৎ না থাকায় মোটর চালাতে পারছি না। মোটর চালু করে রাস্তায় ওঠার পর আবার বিদ্যুৎ চলে যাচ্ছে।’
মামুদকাটি এলাকার গভীর নলকূপের মালিক আবু হানিফ বলেন, ‘৭০-৮০ বিঘা জমি আমার স্কিমে। চার দিন আগে পানি ছাড়িছি। মোটর চালু করে জমি ভেজানো শেষ না হতেই বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার বিদ্যুৎ আসার আগে সেই জমি শুকিয়ে যাচ্ছে। এখনো কোনো মাঠে ঠিকমতো পানি ঢুকাতে পারিনি।’
আবু হানিফ বলেন, ‘৪০০ আঁটি পাট হয়েছে। হরিহর নদের গর্তের পানিতে কোনো রকম জাগ দিছি। বৃষ্টি না হলে গর্তের পানি শুকিয়ে যাবে। পাট পচবে না। পানি না পাওয়ায় আমাদের এদিকে কেউ পাট কাটতে পারছে না।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘বৃষ্টি না হওয়ায় আমরা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক ও সেচপাম্প মালিকদের নিয়ে উঠান বৈঠক করছি। সেচপাম্প চালু করে আমন চাষ শুরুর পরামর্শ দিচ্ছি। অনেকে পাম্প চালু করেছেন। অনেকে চালুর উদ্যোগ নিচ্ছেন।’
বর্ষাকালে পানিতে থই থই করে খাল-বিল, নদী-নালা। কিন্তু এবার অনাবৃষ্টিতে প্রকৃতির চিরাচরিত সেই নিয়ম যেন পাল্টে গেছে। আষাঢ় শেষে শ্রাবণ পার হতে চললেও কোথাও পানির দেখা নেই। খরায় মাঠঘাট খাঁ খাঁ করছে। এতে বিপাকে পড়েছেন আমনচাষিরা। কাঙ্ক্ষিত বৃষ্টি না হওয়ায় কৃষক খেতে আমনের চারা রোপণ করতে পারছেন না। পুকুর ও ডোবা-নালা শুকিয়ে থাকায় পাট কেটে জাগ দেওয়া নিয়েও বিপাকে আছেন তাঁরা।
এদিকে বৃষ্টি না থাকলেও সেচের পানিতে কৃষক আমন চাষ শুরু করবেন তারও উপায় নেই। লোডশেডিংয়ের কারণে ঠিকমতো সেচযন্ত্র চালানো সম্ভব হচ্ছে না। ফলে সংকট তীব্র হচ্ছে যশোরের মনিরামপুরের কৃষকদের।
মনিরামপুর উপজেলা কৃষি দপ্তর বলছে, জুনের মাঝামাঝি আমনের বীজতলা তৈরি করা হয়। জুলাইয়ের মাঝামাঝি কৃষক খেতে আমন রোপণ শুরু করেন। এ বছর ২২ হাজার ৬৫০ হেক্টর জমিতে আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। বৃষ্টি না হওয়ায় পুরোপুরি আমন চাষ শুরু হয়নি। সময়মতো চাষ শুরু করতে না পারলে ক্ষতিগ্রস্ত হবেন কৃষক।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার ঢাকুরিয়া, কাশিমনগর, খেদাপাড়া, রোহিতা, ঝাঁপা, চালুয়াহাটি, শ্যামকুড়ের মাঠগুলোতে কিছু কৃষক সেচের পানিতে আমন রোপণ করেছেন। অনেকে জমি চাষ করে বৃষ্টির অপেক্ষায় ফেলে রেখেছেন। পানি কিনে আমন রোপণের ইচ্ছা থাকলেও দিনে সাত-আট ঘণ্টা লোডশেডিংয়ের কারণে সেচযন্ত্রের মালিকেরা কৃষকদের জমিতে পানি দিতে পারছেন না। ফলে মৌসুম পার হতে চললেও পুরোপুরি এ উপজেলায় আমন চাষ এখনো শুরু হয়নি।
উপজেলার মামুদকাটি গ্রামের কৃষক আব্দুল কুদ্দুস বলেন, ‘খেতে পানি জমার মতো বৃষ্টি হচ্ছে না। পানি কিনে ১৫ কাঠায় ধান রোপণ করিছি। অন্য মাঠে একখণ্ড জমি আছে। সেখানে এখনো সেচের পানি ঢোকেনি। বৃষ্টি না হলি এবারও বোরো চাষের মতো আড়াই হাজার থেকে ৩ হাজার টাকা পানির দাম দেওয়া লাগবে।’
রঘুনাথপুর মাঠের সেচযন্ত্রের মালিক নাজিম উদ্দিন বলেন, ‘আমার স্কিমের আওতায় ২০ বিঘা জমি। তার মধ্যে নিজের সাড়ে ৩ বিঘা। প্রতিবার বৃষ্টির পানিতে আমন হয়েছে। প্রথম দিকে দুই-একটা সেচ দিতে হতো। এবার শুরু থেকে সেচের পানিতে আমন চাষ হচ্ছে। বোরো চাষের মতো ২৪ ঘণ্টা মোটর চালু রাখতে হচ্ছে। কিন্তু ঠিকমতো বিদ্যুৎ না থাকায় মোটর চালাতে পারছি না। মোটর চালু করে রাস্তায় ওঠার পর আবার বিদ্যুৎ চলে যাচ্ছে।’
মামুদকাটি এলাকার গভীর নলকূপের মালিক আবু হানিফ বলেন, ‘৭০-৮০ বিঘা জমি আমার স্কিমে। চার দিন আগে পানি ছাড়িছি। মোটর চালু করে জমি ভেজানো শেষ না হতেই বিদ্যুৎ চলে যাচ্ছে। আবার বিদ্যুৎ আসার আগে সেই জমি শুকিয়ে যাচ্ছে। এখনো কোনো মাঠে ঠিকমতো পানি ঢুকাতে পারিনি।’
আবু হানিফ বলেন, ‘৪০০ আঁটি পাট হয়েছে। হরিহর নদের গর্তের পানিতে কোনো রকম জাগ দিছি। বৃষ্টি না হলে গর্তের পানি শুকিয়ে যাবে। পাট পচবে না। পানি না পাওয়ায় আমাদের এদিকে কেউ পাট কাটতে পারছে না।’
মনিরামপুর উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসান বলেন, ‘বৃষ্টি না হওয়ায় আমরা উপজেলার বিভিন্ন এলাকায় কৃষক ও সেচপাম্প মালিকদের নিয়ে উঠান বৈঠক করছি। সেচপাম্প চালু করে আমন চাষ শুরুর পরামর্শ দিচ্ছি। অনেকে পাম্প চালু করেছেন। অনেকে চালুর উদ্যোগ নিচ্ছেন।’
কারখানার ভেতরে আবর্জনায় ভরা। দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে চারপাশে। ছিটিয়ে রাখা হয়েছে তৈরি করা বিভিন্ন খাদ্যপণ্য। এমন অস্বাস্থ্যকর পরিবেশে যখন খাদ্যপণ্য প্রক্রিয়াজাতের কাজ চলছিল তখন পুলিশ নিয়ে উপস্থিত হলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
১৪ মিনিট আগেচট্টগ্রামের আকবরশাহতে সন্ত্রাস দমন ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে স্থাপন করা পুলিশ ফাঁড়ি সন্ত্রাসীদের দখল থেকে পুনরুদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অতি শিগগিরই সেখানে ফাঁড়ির কার্যক্রম শুরু করা হবে।
১৬ মিনিট আগেব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক আহত হয়েছেন। আজ সোমবার বিকেল ৪টার দিকে গুলির ঘটনা ঘটে।
১৬ মিনিট আগেঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হয়েছেন আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাশ ব্রহ্মচারী। আজ সোমবার বিকেলে তাঁকে গ্রেপ্তার করা হয়। তিনি বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র এবং চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরীক ধামের অধ্যক্ষ। তাঁকে গ্রেপ্তারের খ
২০ মিনিট আগে