গাংনীতে অস্ত্র-গুলিসহ ইউপি সদস্য আটক

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
Thumbnail image
উদ্ধার হওয়া অস্ত্র-গুলি ও কৃষি পণ্যসহ আটক ইউপি সদস্য। ছবি: আজকের পত্রিকা

মেহেরপুরের গাংনীতে অস্ত্র ও গুলিসহ মো. আজমাইন হোসেন টুটুল (৫২) নামের এক ইউনিয়ন পরিষদের সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ও কৃষি পণ্য উদ্ধার করা হয়।

আজ রোববার সকালে তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে আটক করা হয়। আটক আজমাইন হোসেন উপজেলার কাথুলী ইউপির সদস্য ও লক্ষীনারায়নপুর ধলা গ্রামের মৃত আক্কাস আলী ছেলে।

মেহেরপুর র‍্যাব-১২ গাংনী ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আশরাফউল্লাহ জানান, আজমাইন হোসেন নিজ বাড়িতে অস্ত্র ও গুলি নিয়ে অবস্থান করছে এমন সংবাদ পাওয়া যায়। সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান চালিয়ে ধঞ্চে গাদার নিচ থেকে একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

এ ছাড়া বাড়ির বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪টি দেশীয় অস্ত্র (হাসুয়া), কৃষকদের দেওয়া সরকারি প্রণোদনার ৪৫ প্যাকেট সরিষার বীজ, ৯ প্যাকেট মাশকলাইয়ের বীজ, ১৫ বস্তা টিএসপি স্যার, ২০টি কম্বল, দুটি সেলাই মেশিন, ৩০ কেজি পুষ্টি চাল ও ৩ প্যাকেট দুর্যোগ ব্যবস্থাপনার অসহায়দের দেওয়া চাল উদ্ধার করা হয়েছে। এ সময় র‍্যাব, পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত