বাগেরহাট প্রতিনিধি
সুন্দরবনের দুবলার চর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর তিন ডাকাতকে আটক করেছেন জেলেরা। পরবর্তীতে আটক ডাকাতদের হেফাজতে নেয় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
আটক ব্যক্তিরা হলেন— খুলনার মো. রহমত মোড়ল (২৬), সাতক্ষীরার মো. রবিউল মোল্লা (২৬) ও বাগেরহাটের মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এদের মধ্যে ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার কাছে বাবু গাজী নামে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলারচরে নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। জেলেরা আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহত করে এবং দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। হাতাহাতির একপর্যায়ে জেলেরা জাল দিয়ে ডাকাতদের আটকে ফেলে। পরে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে।
তিনি আরও বলেন, আটক ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দ সব আলামত এবং আটকদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
জেলে শাহজালাল সানা বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে সাগরে জোয়ারের পানিতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তখন একটি নৌকায় অস্ত্র হাতে ১১ জন ডাকাত আমাদের কাছে আসে। তারা নিজেদের মজনু বাহিনীর লোক পরিচয় দিয়েছিল। ডাকাত সরদারের নির্দেশে চার দস্যু আমাদের নৌকায় এসে ওঠে। তাদের কাছে দুটি বন্দুক ছিল। কিছুক্ষণ পরে কয়েকটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলেকে জিম্মি করে নিয়ে আসে তারা।’
শাহজালাল আরও বলেন, ‘ডাকাতের হাতে জিম্মি সবাই আমাদের পরিচিত ছিল। সবাই মিলে ডাকাতদের রুখে দাঁড়াই। তিন দস্যুকে বেঁধে সুন্দরবনের দুবলারচরের কাছাকাছি পৌঁছাতে রাত তিনটা বেজে যায়। তখন মুঠোফোনে কোস্টগার্ডকে বিষয়টি জানাই।’
দুবলার চরের আরেক জেলে আবদুর রউফ বলেন, জেলেদের জিম্মি করেছিল দস্যুরা। শাহজালাল সানাসহ কয়েকজন জেলের সাহসিকতায় দস্যুরা ধরা পড়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, তিন দস্যুকে জেলেরা ধরাশায়ী করেছে। তাঁরা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।
সুন্দরবনের দুবলার চর থেকে অস্ত্র ও গোলাবারুদসহ বনদস্যু দয়াল বাহিনীর তিন ডাকাতকে আটক করেছেন জেলেরা। পরবর্তীতে আটক ডাকাতদের হেফাজতে নেয় কোস্টগার্ড পশ্চিম জোন, মোংলা।
আটক ব্যক্তিরা হলেন— খুলনার মো. রহমত মোড়ল (২৬), সাতক্ষীরার মো. রবিউল মোল্লা (২৬) ও বাগেরহাটের মো. জাহাঙ্গীর শেখ (৫১)। এদের মধ্যে ডাকাত সদস্য মো. রবিউল মোল্লার কাছে বাবু গাজী নামে একটি ভারতীয় আধার কার্ড পাওয়া গেছে।
কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, দুর্ধর্ষ ডাকাত দয়াল বাহিনীর সদস্যরা সুন্দরবনের দুবলারচরে নিরীহ জেলেদের ওপর আক্রমণ করে। জেলেরা আত্মরক্ষার্থে ডাকাতদের প্রতিহত করে এবং দুবলার চরের কোস্টগার্ড স্টেশনে সাহায্য চেয়ে ফোন করে। হাতাহাতির একপর্যায়ে জেলেরা জাল দিয়ে ডাকাতদের আটকে ফেলে। পরে কোস্টগার্ড উপস্থিত হয়ে ডাকাতদের আহত অবস্থায় আটক করে।
তিনি আরও বলেন, আটক ডাকাতদের কাছ থেকে একটি বিদেশি একনলা বন্দুক ও ৩৬ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। জব্দ সব আলামত এবং আটকদের পরবর্তী আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে।
জেলে শাহজালাল সানা বলেন, ‘গত রোববার রাত ৮টার দিকে সাগরে জোয়ারের পানিতে জাল ফেলার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। তখন একটি নৌকায় অস্ত্র হাতে ১১ জন ডাকাত আমাদের কাছে আসে। তারা নিজেদের মজনু বাহিনীর লোক পরিচয় দিয়েছিল। ডাকাত সরদারের নির্দেশে চার দস্যু আমাদের নৌকায় এসে ওঠে। তাদের কাছে দুটি বন্দুক ছিল। কিছুক্ষণ পরে কয়েকটি মাছ ধরার ট্রলার থেকে ৯ জেলেকে জিম্মি করে নিয়ে আসে তারা।’
শাহজালাল আরও বলেন, ‘ডাকাতের হাতে জিম্মি সবাই আমাদের পরিচিত ছিল। সবাই মিলে ডাকাতদের রুখে দাঁড়াই। তিন দস্যুকে বেঁধে সুন্দরবনের দুবলারচরের কাছাকাছি পৌঁছাতে রাত তিনটা বেজে যায়। তখন মুঠোফোনে কোস্টগার্ডকে বিষয়টি জানাই।’
দুবলার চরের আরেক জেলে আবদুর রউফ বলেন, জেলেদের জিম্মি করেছিল দস্যুরা। শাহজালাল সানাসহ কয়েকজন জেলের সাহসিকতায় দস্যুরা ধরা পড়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা কাজী নুরুল করিম বলেন, তিন দস্যুকে জেলেরা ধরাশায়ী করেছে। তাঁরা কোস্টগার্ডের হেফাজতে রয়েছেন।
পেশাদার মোটরযান চালকদের নতুন ড্রাইভিং লাইসেন্স তৈরিতে ও নবায়ন করাতে মেডিকেল সার্টিফিকেট (চিকিৎসা সনদ) বাধ্যতামূলক। কিন্তু অনেকে ভুয়া মেডিকেল সার্টিফিকেট তৈরি করে পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁরা লাইসেন্সও পেয়ে যাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন..
১৩ মিনিট আগেমুন্সিগঞ্জ জেলা সিভিল সার্জন মঞ্জুরুল আলমের বিরুদ্ধে ওঠা বেশ কিছু অনিয়ম-দুর্নীতির অভিযোগের সত্যতা মিলেছে। ২০২৩-২৪ অর্থবছরে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে তত্ত্বাবধায়কের দায়িত্ব পালনকালে হাসপাতালটিতে বেশ কিছু অনিয়ম-দুর্নীতি হয়েছে বলে স্বাস্থ্য অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে উঠে এসেছে...
২৯ মিনিট আগেদিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার বর্জ্য ফেলার নিজস্ব কোনো জায়গা বা ভাগাড় না থাকায় তা ফেলা হচ্ছে নদীতে। ফলে অস্তিত্বের সংকটে পড়েছে জেলার ফুলবাড়ী উপজেলার ওপর দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদী। এতে পরিবেশ দূষিত হচ্ছে, হুমকির মুখে পড়েছে জীববৈচিত্র্য। আবর্জনার স্তূপে মৃতপ্রায় নদীটি রক্ষায় ব্যবস্থা নেওয়ার দাবি..
৩৩ মিনিট আগেকক্সবাজার শহরের উত্তর পাশ ঘেঁষে মহেশখালী চ্যানেল হয়ে বঙ্গোপসাগরে মিশেছে খরস্রোতা নদী বাঁকখালী। এ নদীর মোহনা ঘিরেই গড়ে উঠেছে দেশের প্রধান পর্যটন শহরের ব্যবসা-বাণিজ্য। কিন্তু সেই নদীই দখল-দূষণে এখন সরু খালে পরিণত হচ্ছে। প্রভাবশালী দখলদারেরা নদীতীরের প্যারাবন কেটে ও চর ভরাট করে একের পর এক...
৩৭ মিনিট আগে