গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
মেহেরপুরের গাংনীতে ধানগাছে মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। কীটনাশক ছিটিয়ে সুফল মিলছে না। এতে আমনের আবাদ নিয়ে দুশ্চিন্তায় আছেন কৃষকেরা।
গাংনী উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে জানা গেছে, আমনখেতে মাজরা পোকা দেখা দিয়েছে। এর সঙ্গে গোড়া পচা রোগ ধরেছে। বিভিন্ন কীটনাশক ছিটাচ্ছেন কৃষকেরা।
উপজেলার ভরাট মাঠের আমন চাষি মশিউর রহমান বলেন, ‘আমনখেতে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দিয়েছে। ধানের শিষ না আসতেই এমন রোগ দেখা দেওয়ায় হতাশ আমরা। বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেছি। পোকার আক্রমণ কিছুটা কমলেও এখনো সম্পূর্ণভাবে সমাধান হয়নি। যদি এই রোগ দূর করা না যায়, তবে ধানের ফলন নিয়ে শঙ্কায় পড়তে হবে।
তেরাইল মাঠের আমনচাষি পলাশ আহমেদ বলেন, ‘আমনে গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ নিয়ে খুব ভোগান্তিতে আছি। বর্তমানে আবাদ করা খুবই কষ্টকর হয়ে দাঁড়িয়েছে। আবাদসংক্রান্ত সবকিছুর দাম বেড়ে যাওয়ায় বাড়তি খরচ গুনতে হচ্ছে। এর মধ্যে আবার গোড়া পচা রোগ ও মাজরা পোকার আক্রমণ। বিভিন্ন কোম্পানির কীটনাশক প্রয়োগ করছি, কিন্তু তেমন কোনো কাজ হচ্ছে না।’
মাজরা পোকার আক্রমণ ও গোড়া পচা রোগে ধানগাছ আক্রান্ত হয়েছে বলে জানান উপজেলার বামন্দী মাঠের আমনচাষি আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘অনেক চাষি কীটনাশক প্রয়োগ করছে। আমিও ধানে কীটনাশক দিয়েছি। তবে খেতে পরিপূর্ণ পানি দেওয়া হলে পোকার আক্রমণ কমে যেতে পারে।’
গাংনী উপজেলা কৃষি কার্যালয় জানায়, চলতি মৌসুমে উপজেলায় আমন ধান রোপণ করা রয়েছে ১৪ হাজার ২০০ হেক্টর জমিতে। আমনে মাজরা পোকা ও গোড়া পচা রোগ দেখা দেওয়ায় উপজেলা কৃষি বিভাগ থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে আমনচাষিদের।
গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন জানান, মাজরা পোকার প্রাদুর্ভাব যখন বেড়ে যায়, তখন ধানখেত থেকে ২০০ থেকে ৩০০ মিটার দূরে আলোক ফাঁদ বসিয়ে মাজরা পোকার মথ সংগ্রহ করে মেরে ফেলা যায়। তা ছাড়া ধানের জমিতে ১০০ মিটারের মধ্যে ১০ থেকে ১৫টি মরা শিষ অথবা পাঁচটি মরা শিষ পাওয়া গেলে ভিরতাকো ৪০ ডব্লিউজি, এসিমিক্স, ফেনজেট, বেল্ট এক্সপার্টসহ বিভিন্ন কীটনাশক সঠিকভাবে ব্যবহার করতে হবে। কৃষি অফিস থেকে চাষিদের সঙ্গে সার্বিক যোগাযোগ করে সব ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
৫ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তুর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯ তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
৮ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
৮ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
১৮ মিনিট আগে