Ajker Patrika

চুরি করতে এসে পালালেন গুরু, দুই শিষ্য ধরা

কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ১১: ৩২
চুরি করতে এসে পালালেন গুরু, দুই শিষ্য ধরা

চুরি করতে এসে মানুষের ধাওয়া খেয়ে গুরু পালাতে পারলেও ধরা পড়েছেন দুই শিষ্য। গত বৃহস্পতিবার সন্ধ্যার পর ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার জগদীশপুর মাঠে এ ঘটনা ঘটে। ওই দুই ব্যক্তি ঝিনাইদহ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁরা হলেন ঝিনাইদহ সদর উপজেলার আরাবপুর গ্রামের জামাল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩০) ও আব্দুল হাকিমের ছেলে সহিদুল ইসলাম।

জানতে চাইলে আটক জাহাঙ্গীর ও সহিদুল বলেন, ‘কালীগঞ্জের সুমনের সঙ্গে আমরা রাজমিস্ত্রির কাজ করতাম। বৃহস্পতিবার কাজ শেষ করার পর সুমন বলেন, আমার এক ভাই পাওনা টাকা দিচ্ছে না। তাঁর একটা শ্যালো মেশিন আছে, খুলে আনতে হবে। পরে মাঠে এসে শ্যালো মেশিন খোলার সময় জনতা আমাদের ধাওয়া দেন। এ সময় ওস্তাদ সুমন আমাদের ফেলে রেখে পালিয়ে যান। আর ধরা পড়ি আমরা পাড়া-প্রতিবেশী দুই ভাই।’

কোটচাঁদপুর থানার উপপরিদর্শক (এসআই) আল মাসুদ মিয়া বলেন, ‘এটা গতকালের ঘটনা। ওই দিনের ডিউটি অফিসার বলতে পারবেন। তবে আমার জানামতে মামলা করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত