বেনাপোল (যশোর) প্রতিনিধি
জঙ্গি, সন্ত্রাস, মাদক মামলার আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে ট্রাভেল পারমিটে তাঁদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
এর আগে ২৭ ডিসেম্বর ভারত ফেরত পাঠায় ময়মনসিংহে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি জঙ্গি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে।
আজ ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিনজন বিভিন্ন মামলার আসামি। সংশ্লিষ্ট থানা-পুলিশ তাঁদের গ্রহণ করেছে। আর ভালো কাজের সন্ধানে যাওয়া ৯ অবৈধ অনুপ্রবেশকারীকে এক এনজিও আইনী সহয়তা দিতে তাদের জিম্মায় নিয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও বাকি সাতজন পুরুষ।
ফেরত আসা আসামিরা হলেন—খুলনা পাইকগাছার কাশিম নগরের মোসলেম সর্দারের ছেলে রিয়াজুল ইসলাম, নরসিংদীর রায়পুরা এলাকার আয়নাল হক খন্দকারের ছেলে ওমর ফারুক এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার রমজান আলীর ছেলে সুমন সরকার।
রিয়াজুল ইসলাম ও ওমর ফারুকের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরায় পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের অভিযোগে ২০২২ সালে মামলা হয়। অপরজন মাদক মামলার পলাতক আসামি মামুন ওরফে সুমন সরকার। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজীপুর টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা ছিল।
বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপপরিদর্শক রাসেদুজ্জামান জানান, ফেরত আসা আসামিরা গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে গিয়েছিলেন। সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁদের ফেরত আনা হয়।
জঙ্গি, সন্ত্রাস, মাদক মামলার আসামিসহ ১২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত। আজ শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল সীমান্ত দিয়ে বেনাপোল পোর্ট থানা-পুলিশের কাছে ট্রাভেল পারমিটে তাঁদের ফেরত পাঠায় ভারতীয় পুলিশ।
এর আগে ২৭ ডিসেম্বর ভারত ফেরত পাঠায় ময়মনসিংহে ত্রিশালে জঙ্গি ছিনতাইয়ের ঘটনায় পুলিশ হত্যা মামলার আসামি জঙ্গি রহমতউল্লাহ ওরফে জাহিদ ওরফে বুরহান ওরফে সুরাত আলীকে।
আজ ফেরত আসা ব্যক্তিদের মধ্যে তিনজন বিভিন্ন মামলার আসামি। সংশ্লিষ্ট থানা-পুলিশ তাঁদের গ্রহণ করেছে। আর ভালো কাজের সন্ধানে যাওয়া ৯ অবৈধ অনুপ্রবেশকারীকে এক এনজিও আইনী সহয়তা দিতে তাদের জিম্মায় নিয়েছে। তাঁদের মধ্যে দুজন নারী ও বাকি সাতজন পুরুষ।
ফেরত আসা আসামিরা হলেন—খুলনা পাইকগাছার কাশিম নগরের মোসলেম সর্দারের ছেলে রিয়াজুল ইসলাম, নরসিংদীর রায়পুরা এলাকার আয়নাল হক খন্দকারের ছেলে ওমর ফারুক এবং গাজীপুরের টঙ্গী পূর্ব থানার রমজান আলীর ছেলে সুমন সরকার।
রিয়াজুল ইসলাম ও ওমর ফারুকের বিরুদ্ধে নরসিংদীর রায়পুরায় পুলিশকে মেরে আসামি ছিনতাইয়ের অভিযোগে ২০২২ সালে মামলা হয়। অপরজন মাদক মামলার পলাতক আসামি মামুন ওরফে সুমন সরকার। তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গাজীপুর টঙ্গী পূর্ব থানায় মাদকসহ একাধিক মামলা ছিল।
বেনাপোল পোর্ট থানা-পুলিশের উপপরিদর্শক রাসেদুজ্জামান জানান, ফেরত আসা আসামিরা গ্রেপ্তার এড়াতে ভারতে পালিয়ে গিয়েছিলেন। সেখানে অনুপ্রবেশের অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারের পর কারাগারে ছিলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুসন্ধানে বাংলাদেশ সরকার ভারতে আটকের বিষয়টি নিশ্চিত হয়। পরে দুই দেশের সরকারের বিশেষ ট্রাভেল পারমিটে তাঁদের ফেরত আনা হয়।
অমর একুশে বইমেলা ২০২৫-এর স্টল বরাদ্দের তালিকা প্রকাশিত হয়েছে। তালিকা বিশ্লেষণ করে দেখা যায়, একটি পক্ষের কথিত কালোতালিকাভুক্তদের কম জায়গা বরাদ্দ পাওয়ার যে গুঞ্জন শোনা যাচ্ছিল, বাস্তবেও অনেকটা তাই হয়েছে। এ নিয়ে প্রকাশকদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। প্রকাশকদের কেউ কেউ বিগত আওয়ামী সরকারের আমলের সুবিধাভ
১৭ মিনিট আগেবছরের নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটনের ভরা মৌসুম। এই সময়ে পরিবার-পরিজন নিয়ে অনেকে ঘুরতে বের হন; বিশেষ করে ডিসেম্বর ও জানুয়ারি—দুই মাসে পর্যটকের বেশ চাপ থাকে কক্সবাজারের বিভিন্ন পর্যটনকেন্দ্রে। তবে এ ক্ষেত্রে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়তে হয় যাতায়াত সুবিধা নিয়ে। ভ্রমণপিয়াসি মানুষের দুর্ভোগ লাঘব
২২ মিনিট আগেএকসময়ের উত্তাল খড়িয়া নদী এখন স্রোতহীন। দখল-দূষণে গতিহারা ময়মনসিংহের ফুলপুরের এই নদী। এর দুই পাশে এখন ফসল এবং মাঝখানে কচুরিপানায় ভরা। প্রতিনিয়ত ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। নদীর জায়গায় গড়ে তোলা হচ্ছে দোকানপাট, ঘরবাড়িসহ বহুতল ভবন। বছরের পর বছর ধরে চলা এই ‘নির্যাতনে’ নিজস্বতা হারিয়েছে নদীটি।
২৭ মিনিট আগেসাতক্ষীরা সদরে প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে বেতনা নদীর সাড়ে ৪ কিলোমিটার অংশ খননের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু ওলামা লীগের এক নেতা নদী দখল করে মাছের ঘের করায় কামারডাঙ্গায় আটকে যায় ২৭০ মিটার অংশের খননকাজ। এর জেরে গত বর্ষা মৌসুমে অতিবৃষ্টির পানি নদী দিয়ে সরতে না পারায় জলাবদ্ধতার কবলে পড়েন চার উপজেলার দেড় লক্ষা
৪২ মিনিট আগে