চৌগাছা (যশোর) প্রতিনিধি
৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
জমি উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। তিনি বলেন, ৩০ বছর ধরে জমিটি অবৈধভাবে দখলে ছিল। আমরা জমিটি দখলমুক্ত করে লাল নিশানা টানিয়ে দিয়েছি। জমিটিতে সরকারি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১-এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ-২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ একর এবং আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ ১ দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। এই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান।
আজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ১২ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এসএম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
৩০ বছর ধরে যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমানের দখলে থাকা সরকারি ১২ বিঘা জমি উদ্ধার করেছে প্রশাসন। আজ বুধবার উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি দখলমুক্ত করা হয়।
জমি উদ্ধারের সত্যতা আজকের পত্রিকাকে নিশ্চিত করেন চৌগাছা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান। তিনি বলেন, ৩০ বছর ধরে জমিটি অবৈধভাবে দখলে ছিল। আমরা জমিটি দখলমুক্ত করে লাল নিশানা টানিয়ে দিয়েছি। জমিটিতে সরকারি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলা প্রশাসন ও স্থানীয় লোকজন সূত্রে জানা গেছে, নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান ১-এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ-২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ একর এবং আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ ১ দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। এই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম হাবিবুর রহমান।
আজ বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধভাবে দখলে থাকা জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ১২ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এসএম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।
ভূমিহীন পরিচয়ে কেউ বাগিয়েছেন আশ্রয়ণ প্রকল্পের ছয়টি ঘর। আরেক জন বাগিয়েছেন চারটি। আবার কেউ কেউ ঘর নিলেও থাকেন না সেখানে। এর মধ্যে একজন তো ঘটিয়েছেন অবাক কাণ্ড! নিজ কব্জায় রাখা ৬টি ঘরের তিনটিতে লাগিয়েছেন এসি। মেঝেতে করেছেন টাইলস। তাঁর দুই স্ত্রী ও সন্তানদের নিয়ে করছেন বিলাসী জীবনযাপন। ভূমিহীনদের ঘর বিতর
১০ মিনিট আগেঅনির্দিষ্টকালের কর্মবিরতিতে নেমেছেন নীলফামারী মেডিকেল কলেজের শিক্ষার্থীরা ও ইন্টার্ন চিকিৎসকেরা। জেলার জেনারেল হাসপাতালে কর্তব্যরত এক নারী ইন্টার্ন চিকিৎসককে লাঞ্ছিত করার ঘটনায় এই কর্মসূচি পালন করছেন তাঁরা।
৩৪ মিনিট আগেবরিশাল মহানগরীতে এক ষোড়শী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় আজ বুধবার নগরীর রূপাতলী এলাকা থেকে ইমরান আলী শোভন (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩৮ মিনিট আগেসাবেক কৃষিমন্ত্রী ও টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলের মধুপুরে ৫ দিনের রিমান্ডে আনা হয়েছে। আজ বুধবার সন্ধ্যায় কঠোর নিরাপত্তায় তাঁকে মধুপুর থানায় নিয়ে আসা হয়।
১ ঘণ্টা আগে