মাগুরা প্রতিনিধি
মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা।
দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’
মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’
পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’
কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’
এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’
মাগুরায় আজ শনিবার সকাল ৮টায় দেশি পেঁয়াজের পাইকারি দাম ছিল ১২০ টাকা কেজি। দুপুরে ১৮০ হয়ে সন্ধ্যা ৬টায় তা বেড়ে দাঁড়িয়েছে ২২০ টাকা কেজি। গত ৮ ঘণ্টায় মাগুরা একতা কাঁচাবাজার ঘুরে এমন অস্থিতিশীল পরিস্থিতি দেখা গেছে।
সরেজমিন দেখা যায়, পাইকারি ২০০ টাকায় কিনে খুচরা বিক্রেতারা স্থানভেদে ২২০ থেকে ২৬০ টাকায় বিক্রি করছেন। একই সঙ্গে আমদানি করা পেঁয়াজের দামও কেজিতে বেড়েছে দেশি ৮০ থেকে ১০০ টাকা।
দেশি পেঁয়াজের চড়া দামে ক্ষোভে ফেটে পড়েছেন সাধারণ ক্রেতারা। পুরোনো বাজারে বিকেলে পেঁয়াজ কিনতে আসা জালাল উদ্দিন নামে এক ক্রেতা বলেন, ‘সকালে কিনেছি এক পোয়া (আড়াই শ গ্রাম) পেঁয়াজ ৩০ টাকা। এখন শুনছি একই পেঁয়াজ ৬০ টাকা পোয়া। মগের মুল্লুক নাকি। সকাল থেকে বিকেল হতেই ১০০ টাকা কেজিতে বাড়ে ক্যামনে।’
মাগুরা একতা পাইকারি বাজারের বিক্রেতা আবদুর রব জানান, ‘গতকাল শুক্রবার সন্ধ্যায় পেঁয়াজ স্টকে ছিল। ১০০ টাকা করে বিক্রি করেছি, অথচ আজ শনিবার সন্ধ্যায় পাইকারি বাজারে কারও কাছে পেঁয়াজ নাই। কোথায় এত পেঁয়াজ গেছে বলতে পারছি না।’
পাইকারি বাজারের অপর বিক্রেতা স্বপন পাল বলেন, ‘শনিবার সকালে লাইন ধরে পেঁয়াজ বিক্রি করেছি। ১৮০ পর্যন্ত বিক্রি হয়েছে।’
কেন দাম বাড়ছে প্রশ্নে ব্যবসায়ীরা বলেন, ‘শুনেছি ভারত আগামী চার মাস পেঁয়াজ রপ্তানি বন্ধ রাখবে। তাই দেশি পেঁয়াজসহ সব ধরনের পেঁয়াজের দাম বেড়ে গেছে। রোববারে পেঁয়াজ সেভাবে না-ও পাওয়া যেতে পারে। তবে দাম এখন লাগাম ছাড়া হয়ে যেতে পারে বলে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা বলছেন।’
এ বিষয়ে মাগুরা ভোক্তা-অধিকার সংরক্ষণ কর্মকর্তা মামুনুল হাসান আজ সন্ধ্যা ৭টায় মোবাইল ফোনে বলেন, ‘রোববার আমরা বড় বাজারগুলোতে যাব। কেন দাম বাড়ছে, সেটা দেখে তার পর প্রয়োজনীয় পদক্ষেপ জানাতে পারব।’
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৭ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৭ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৮ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
৯ ঘণ্টা আগে