Ajker Patrika

কেঁচো সারে সুখের হাসি আনোয়ারের

মো. রবিউল ইসলাম, অভয়নগর (যশোর)
কেঁচো সারে সুখের হাসি আনোয়ারের

সৌদি প্রবাসী আনোয়ার হোসেন। দেশে ফিরে কেঁচো সারে ভাগ্য বদলে গেছে তাঁর। কেঁচো সার উৎপাদনে বর্তমানে তাঁর মাসিক আয় দাঁড়িয়েছে ২৫ থেকে ৩০ হাজার টাকা। রাসায়নিক সারের চেয়ে জৈব সারের উপকারিতা বেশি হওয়ায় কৃষকের চাহিদা বাড়ছে দিন দিন। আর এই চাহিদাকে লক্ষ করে নেওয়া উদ্দোগ তাঁর মুখের হাসি নিয়ে এসেছে।

এলাকা সূত্রে জানা যায়, যশোরের অভয়নগর উপজেলায় নওয়াপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী মো. আনোয়ার হোসেন। দেশে ফিরে কোনো কাজের সন্ধান করতে না পেরে বেছে নেন কৃষি কাজ। স্বপ্ন দেখেন নিজে নতুন কিছু করার। ২০১৯ সালের অক্টোবর মাসের শেষের দিকে মাত্র ২০ হাজার টাকা নিয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় শুরু করেন কেঁচো সার উৎপাদন।

প্রথম দিকে তিনি কয়েকটি মাটির চাড়ি দিয়ে কেঁচো সার উৎপাদন শুরু করেন। পরে চাহিদা বেশি ও লাভের পরিমাণ বাড়তে থাকায় পতিত জায়গায় বিশাল টিনের শেড ও আরেক পাশে ছাপড়া ঘরের নিচে তৈরি করেছেন অনেকগুলো সিমেন্টের হাউস। ৪ ফুট প্রস্থ ১০ ফুট দৈর্ঘ্য একেকটি হাউসের। প্রতিটি হাউসে ৩০ মণ গোবর, শাকসবজির উচ্ছিষ্ট ও কলাগাছের টুকরো মিশ্রণ করে প্রতিটি হাউসে ১০ কেজি কেঁচো ছেড়ে দেওয়া হয়। তারপর চটের বস্তা দিয়ে হাউস ও চাড়ি ঢেকে রাখা হয়। 

এরপর এক মাস ঢেকে রাখার পর তৈরি হয় ভার্মি কম্পোস্ট সার। এই ভাবে প্রতি মাসে আনোয়ারের ১৮০টি চাড়ি ও হাউস থেকে এক থেকে দেড় টন সার উৎপাদন হয়ে থাকে। প্রতি কেজি সার খুচরা ১৫ টাকা ও পাইকারি ১২টা করে বিক্রি করা হয়। এতে খরচ বাদে প্রতি মাসে তাঁর আয় হয় ২৫ থেকে ৩০ হাজার টাকা। বর্তমানে ১৮০টি মাটির চাড়ি দিয়ে এই কম্পোস্ট সার উৎপাদন করছেন তিনি। 

এ বিষয়ে মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘এই সার বিক্রি করে আমার প্রতি মাসে ২৫ থেকে ৩০ হাজার টাকা আয় হচ্ছে। সারের চাহিদা থাকায় দিন দিন উৎপাদন বাড়ছে। আর আমার দেখাদেখি এলাকার অনেকেই আমার কাছ থেকে সার উৎপাদনের কৌশল রপ্ত করছেন। তারাও ভবিষ্যতে ভার্মি কম্পোস্ট সার উৎপাদন করবেন। তবে এ জন্য সরকারি সহযোগিতা প্রয়োজন।’ 

অভয়নগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র থেকে জানা যায়, ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার একটি ফসল বা গাছের সুষম খাদ্যের জোগান দেয়। যেখানে রাসায়নিক সারে কেবল এক বা দুইটি খাদ্য উপাদান থাকে সেখানে ভার্মি কম্পোস্টে রয়েছে সুষম খাদ্য উপাদান। কেঁচো সার উৎপাদনে এপিজিক ও এন্ডোজিক নামে দুই ধরনের কেঁচো ব্যবহার করা হয়ে থাকে। এর ফলে মাটিতে অণুজীবের পরিমাণ বৃদ্ধির পাশাপাশি মাটিতে বাতাসের চলাচলের পরিমাণ বৃদ্ধি পায়। সাধারণত রিং পদ্ধতিতে ভার্মি কম্পোস্ট উৎপাদিত হয়। কলার বাকলসহ বিভিন্ন ঘাস, লতা দিয়ে মাটির সঙ্গে মিশিয়ে প্রায় এক সপ্তাহ রেখে দিতে হয়। পরে রিংয়ের মধ্যে ২০০ গ্রাম এপিজিক ও এন্ডোজিক কেঁচো মিশিয়ে রাখতে হয়। এভাবেই তৈরি হয় বার্মি কম্পোস্ট বা কেঁচো সার। দুই মাসে প্রতিটি রিং থেকে ২০০ থেকে ৩০০ কেজি ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার উৎপাদিত হয়। প্রতি রিং বার্মি কম্পোস্ট উৎপাদনে খরচ পড়ে ১৫০০ টাকা। 

এ বিষয়ে অভয়নগর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ গোলাম ছামদানী বলেন, ‘এই উপজেলায় প্রায় ১০৫ জন কৃষক ক্ষুদ্র এবং বৃহৎ পরিসরে কেঁচো সার উৎপাদন করছেন। বর্তমানে রাসায়নিক সারের অতিরিক্ত ব্যবহারে জমির উর্বরতা শক্তি হ্রাস পাচ্ছে। এই সার মাটির স্বাস্থ্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং পরিবেশবান্ধব সার এটি।’ 

গোলাম ছামদানী আরও বলেন, খাদ্যে ভেজাল বা রাসায়নিক সারের ব্যবহার কমাতে কৃষকেরা ভার্মি কম্পোস্ট সার বেছে নিচ্ছেন। এরই মধ্যে কৃষক আনোয়ার হোসেন সঠিক পরিচর্যা ও কৃষি বিভাগের সহযোগিতায় এই প্রকল্পে সাফল্য পেয়েছেন। ভার্মি কম্পোস্ট উৎপাদনে কেউ আগ্রহী হলে কৃষি বিভাগ থেকে তাঁদের সব ধরনের সহযোগিতা করা হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চিকেন’স নেকে হঠাৎ ভারী অস্ত্র মোতায়েন ভারতের

রাজনীতিতে কি নতুন কিছু ঘটছে

ড. ইউনূসের মন্তব্যের প্রতিক্রিয়ায় সেভেন সিস্টার্সকে বিমসটেকের কেন্দ্রবিন্দু বলল ভারত

কী কথা হলো ভারতের জাতীয় নিরাপত্তা কর্মকর্তার সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর

ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস বিএনপির মহাসচিবের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত