ইবি প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।
তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।
ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।
জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।
বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।
সিলেটে সাতটি মামলার আসামি আওয়ামী লীগ নেতা মিসবাউল ইসলাম ওরফে কয়েসকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে সিলেট নগরের জিন্দাবাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে আজ রোববার তাঁকে কারাগারে প্রেরণ করা হয়। গ্রেপ্তার কয়েস গোলাপগঞ্জের শরীফগঞ্জ বসন্তপুর গ্রামের মৃত নিমার আলীর ছেলে।
৭ মিনিট আগে‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে যোগ না দেওয়ায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের (রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল) কারখানায় হামলা ও ভাঙচুরের ঘটনায় মামলা হয়েছে। আজ রোববার ইপিজেডের কর্মকর্তা মুনসুর হাওলাদার বাদী হয়ে থানায় মামলাটি করেন। মামলায় ২০০ থেকে ২৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
১৫ মিনিট আগেগত ৯ এপ্রিল রাতে মেঘনা আলমকে ঢাকার বসুন্ধরার বাসা থেকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে বিশেষ ক্ষমতা আইনে তাঁকে ৩০ দিনের জন্য কারাগারে পাঠানোর নির্দেশ দেন ম্যাজিস্ট্রেট।
১৫ মিনিট আগেগাজীপুর মহানগরীর সালনায় নীলফামারী থেকে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। রোববার (১৩ এপ্রিল) বেলা আড়াইটার দিকে ঘটনার পর থেকে দেশের উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
১৮ মিনিট আগে