১২ ঘণ্টা পড় ইবির চারুকলা বিভাগের অনশন স্থগিত

ইবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ নভেম্বর ২০২৪, ০৯: ১৪
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ০৯: ৫২
সোমবার বিকেলে ইবি প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন চারুকলা বিভাগের ১৫ শিক্ষার্থী। ছবি: আজকের পত্রিকা

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) চারুকলা বিভাগের শিক্ষার্থীরা বরাদ্দ দেওয়া কক্ষ ব্যবহারের দাবিতে আমরণ অনশনে নেমে ১২ ঘণ্টা পর তা স্থগিত করেছেন। আজ মঙ্গলবার চার দফা দাবি রেখে ভোর ৪টায় অনশন স্থগিতের ঘোষণা দেন তাঁরা।

তবে এর আগেই অনশনে ছয় শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। গতকাল সোমবার বিকেলে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশনে বসেন বিভাগটির ১৫ শিক্ষার্থী। রাতে দফায় দফায় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের অনশন তুলে নেওয়ার অনুরোধ করা হয়। তবে বিভাগের শিক্ষার্থীরা তাঁদের দাবিতে অনড় থাকেন।

ক্লাসরুম সংকটের কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করতে দেখা গেছে শিক্ষার্থীদের। সৈকত নামে এক শিক্ষার্থী লেখেন, পড়ার ক্লাসরুমের জন্য শিক্ষার্থীদের অনশনে বসতে হচ্ছে। এটা বিশ্ববিদ্যালয়ের জন্য লজ্জার। ন্যূনতম সুযোগ-সুবিধা না দিয়েই বছরে বছরে নতুন বিভাগ খোলার মাশুল দিতে হচ্ছে শিক্ষার্থীদের।

জানা যায়, ২০১৯-২০ শিক্ষাবর্ষে থেকে বিশ্ববিদ্যালয়ে বিভাগটির যাত্রা শুরু হয়। বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের চতুর্থ তলায় চারুকলা বিভাগকে রুম বরাদ্দ করেন প্রশাসন। তবে বরাদ্দকৃত রুমগুলো ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগ এবং ফোকলোর স্টাডিজ বিভাগের দখলে।

বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমরা দীর্ঘদিন ধরে ক্লাস পরীক্ষা দিতেছি মাত্র একটা রুমে। আমাদের কোনো রুম নাই। প্রশাসন রুম বরাদ্দ দিয়েছে। কিন্তু আমরা রুমগুলো বুঝে পাইনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, সকালে বিষয়টা নিয়ে বসা হবে। আশা করি সমাধান হয়ে যাবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনাপ্রধানের কার্যালয় থেকে সরল পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের ছবি, হঠাৎ কেন এই সিদ্ধান্ত ভারতের

ইরানের নতুন ড্রোনবাহী রণতরি ‘শহীদ বাঘেরি’, ধরা পড়ল স্যাটেলাইটে

চিন্ময় দাসের উত্থান ও বাংলাদেশে বিজেপির হিন্দুত্ববাদের বিকাশ

ফটকে তালা, বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিতে এলেন না কেউ

মাত্র ১১ দিনে যেভাবে আসাদ সরকারের পতন, জানাল বিদ্রোহীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত