ইবির ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হাফিজুর

ইবি প্রতিনিধি
Thumbnail image
নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। আজ সোমবার এ তথ্য জানান রেজিস্ট্রার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ. এম. আলী হাসান।

রেজিস্ট্রার জানান, ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. হাফিজুর রহমান। এ দায়িত্ব পালনের জন্য তিনি নিয়ম অনুযায়ী সুযোগ সুবিধা পাবেন। আগামী তিন বছর এ দায়িত্ব পালন করবেন তিনি।

এদিকে অধ্যাপক ড. শেখ মোহাম্মদ আব্দুর রউফ দীর্ঘদিন একান্ত নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে সভাপতির দায়িত্ব পালন করায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তাঁকে আন্তরিক ধন্যবাদ জানানো হয়।

এ বিষয়ে ফলিত পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের নতুন সভাপতি অধ্যাপক ড. হাফিজুর রহমান বলেন, ‘আমি প্রথমে বিভাগ থেকে সেশনজট দূর করার পরিকল্পনা করেছি। পাশাপাশি বিভাগকে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরার জন্য প্রচেষ্টা চালিয়ে যাব। সহকর্মীদের সঙ্গে পরিকল্পনা করে বিভাগকে সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে নিতে কাজ করে যাব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ট্রাম্পের শপথের আগেই বার্নিকাটসহ তিন কূটনীতিককে পদত্যাগের নির্দেশ

কিশোরগঞ্জে বিএনপি নেতা হত্যা: সাবেক চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৪

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত