Ajker Patrika

নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে পল্লি চিকিৎসকদের সভা

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি
নকল ও ভেজাল ওষুধ বিক্রি বন্ধে পল্লি চিকিৎসকদের সভা

বাংলাদেশ পল্লি চিকিৎসক ‘আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি’ সাতক্ষীরার কলারোয়া উপজেলা শাখার চিকিৎসকদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ সভায় নতুন কমিটি গঠনসহ বাৎসরিক শিক্ষা ভ্রমণ পরিকল্পনা, নকল-ভেজাল ও নিম্নমানের ওষুধ বর্জনের সিদ্ধান্ত নেন উপস্থিত চিকিৎসকেরা। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপজেলার প্রায় দুই শতাধিক পল্লি চিকিৎসক নকল ভেজাল ওষুধ বিক্রি করবে না বলে প্রতিজ্ঞাবদ্ধ হন। 

আজ সোমবার দুপুরে কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহসভাপতি ডাঃ কাজী সামসুর রহমান। 

উপজেলা কমিটির সাধারণ সম্পাদক শেখ মামুনুর রশীদ রেজার সঞ্চালনায় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আরএমপি ওয়েলফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডাঃ মো. মিজানুর রহমান ডাবলু। 

প্রধান অতিথির বক্তব্যে মিজানুর রহমান ডাবলু বলেন, শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম অঞ্চলের শতকরা ৬৫ ভাগ মানুষ প্রাথমিকভাবে গ্রাম ডাক্তারের চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ জন্য চিকিৎসা খাতে পল্লি চিকিৎসকেরাও গুরুত্বপূর্ণ অবদান রেখে কাজ করছেন। কলারোয়া উপজেলাতে প্রায় সাড়ে ৮০০ জন গ্রাম ডাক্তার দক্ষতার সঙ্গে গ্রামীণ পর্যায়ে দুস্থ-অসহায় মানুষের পাশে দাঁড়ায়ে চিকিৎসা সেবা দিচ্ছেন। 

এ সময় তিনি গত ১০ জানুয়ারির বাংলাদেশ ইন্ডিজেনাস মেডিকেল সোসাইটির একটি আবেদনের সূত্র ধরে বলেন, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন এর নির্দেশনা দ্রুত বাস্তবায়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা করেছেন। পল্লি চিকিৎসকেরা যেন মেডিকেল এ্যাসিস্ট্যান্টদের মতো গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে প্র্যাকটিস রেজিস্ট্রেশন পেয়ে চিকিৎসা সেবা দিতে পারেন। সেই সঙ্গে তৃতীয় পক্ষের দ্বারা হয়রানির শিকার না হন। পাশাপাশি গ্রাম ডাক্তারদের দায়িত্বের প্রতি সচেতন থেকে নিরহংকার ও হিংসা মুক্তভাবে চিকিৎসা সেবা দেওয়ার আহ্বান করেন তিনি। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়েল ফেয়ার সোসাইটি সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. হাসান সিদ্দিকী লাভু, কলারোয়া শাখার উপদেষ্টা আব্দুল হান্নান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, সাবেক কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকারুজ্জামান জিল্লু, উপজেলা দুপ্রকের সভাপতি আক্তার আসাদুজ্জামান চান্দু, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দুপ্রকের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, আজকের পত্রিকার সাংবাদিক ফারুক হোসাইন রাজ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত