সাতক্ষীরার প্রাণসায়েরের প্রাণ ফেরানোর চেষ্টা

সাতক্ষীরা প্রতিনিধি
Thumbnail image
সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালের আবার সংস্কারকাজ করা হচ্ছে। ছবি: আজকের পত্রিকা

সাতক্ষীরার প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালের আবার সংস্কারকাজ করা হচ্ছে। গতকাল শুক্রবার সকালে সুলতানপুর বড় বাজার এলাকা থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়। জেলা প্রশাসক মোস্তাক আহমেদ এই কাজের উদ্বোধন করেন।

এ সময় মোস্তাক আহমেদ বলেন, খুলনা বিভাগের একমাত্র খাল হিসেবে প্রাণসায়ের খালকে বেছে নেওয়া হয়েছে। খালের দুই মুখ মরিচ্চাপ ও বেতনা নদীতে মিলিয়ে দিয়ে খালের প্রবাহ সচল করা হবে। পাশাপাশি অবৈধ দখলদারদের উচ্ছেদ করে দৃষ্টিনন্দন করা হবে প্রাণসায়ের খালকে।

খরচের বিষয়ে জেলা প্রশাসক বলেন, সরকারি বরাদ্দ ছাড়াই যে সৃজনশীল কাজ করা যায়, সেটি প্রমাণের সময় এসেছে। বুলডোজার দিয়েছে সওজ কর্তৃপক্ষ। আর জনবল দিয়েছে পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন বেসরকারি সংস্থা। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আপাতত খাল পরিষ্কার-পরিচ্ছন্ন করা হচ্ছে। তবে ভবিষ্যতে দৃষ্টিনন্দনের জন্য বড় বরাদ্দের প্রয়োজন হলে ঊর্ধ্বতন মহলের সহায়তা চাওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) এই কাজে সংযুক্ত করা হয়েছে।

১৮৫০ সালে সাতক্ষীরার তৎকালীন জমিদার প্রাণনাথ রায় চৌধুরী নদীপথে ব্যবসা-বাণিজ্যের সুবিধা এবং শহরের জলাবদ্ধতা নিরসনের জন্য প্রাণসায়ের খাল খনন করান। খালটির দৈর্ঘ্য ১৪ কিলোমিটার। দক্ষিণে মরিচ্চাপ ও উত্তরে বেতনা নদীর সঙ্গে খালটি মিশেছে। তবে খালের মুখ দুটি ভরাট থাকায় প্রবাহহীন হয়ে পড়েছে। ২০২০ সালে ১০ কোটি টাকা ব্যয়ে খালটি খনন করেছিল পাউবো।

কিন্তু ৪ বছর যেতে না যেতে ময়লার ভাগাড়ে পরিণত হয় সেটি। এ ছাড়া নানা ব্যবস্থা ভেঙে পড়ায় শহরের পানি প্রাণসায়ের দিয়ে সরতে পারছে না। এতে একটু বৃষ্টি হলেই পৌর শহরের বিভিন্ন অংশে জলাবদ্ধতার সৃষ্টি হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

ট্রাম্পের অভিষেক: সি আমন্ত্রণ পেলেও পাননি মোদি, থাকছেন আরও যাঁরা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতিকে বিচারের মুখোমুখি করতে হবে: সলিমুল্লাহ খান

দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তিতে একগুচ্ছ সুপারিশ কমিশনের

সংস্কারের কিছু প্রস্তাবে মনঃক্ষুণ্ন বিএনপি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত