শেরপুর প্রতিনিধি
শেরপুরে বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে ঠোঁটকাটা জাহাঙ্গীর ও মো. রফিক মিয়ার ছেলে মো. শামীম মিয়া। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আব্দুস ছালামের ছেলে মো. আলাল উদ্দিন।
জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢোকেন ওই এলাকার লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। এ সময় তাঁদের চিনে ফেলায় বৃদ্ধা ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ফরিদার ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর ও লিটনকে গ্রেপ্তার করে। তাঁরা ২০২০ সালের ২৯ আগস্ট আদালতে ফরিদা বেগমকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী শামীম ও আলালকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালের ১৯ জানুয়ারি ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক হারুন-অর-রশীদ। পরে বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।
এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত বৃদ্ধার পরিবার।
শেরপুরে বৃদ্ধা ফরিদা বেগম হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড ও ৫০ হাজার টাকা করে জরিমানা এবং একজনের যাবজ্জীবন কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন আদালত। আজ বুধবার দুপুরে আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ তৌফিক আজিজ।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের গৌরীপুর মহল্লার যোগেন বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাস, মোফাজ্জল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম ওরফে ঠোঁটকাটা জাহাঙ্গীর ও মো. রফিক মিয়ার ছেলে মো. শামীম মিয়া। আর যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি হলেন মো. আব্দুস ছালামের ছেলে মো. আলাল উদ্দিন।
জেলা জজ আদালতের ভারপ্রাপ্ত পিপি অ্যাডভোকেট নরেশ চন্দ্র দে এ তথ্য নিশ্চিত করেছেন। আদালতের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০১৯ সালের ২১ আগস্ট রাতে শেরপুর শহরের পশ্চিম গৌরীপুর এলাকায় মৃত আব্দুস সালামের স্ত্রী ফরিদা বেগমের বাসায় চুরি করতে ঢোকেন ওই এলাকার লিটন, জাহাঙ্গীর, শামীম ও আলাল উদ্দিন। এ সময় তাঁদের চিনে ফেলায় বৃদ্ধা ফরিদা বেগমকে গলা কেটে হত্যা করে আসামিরা।
এ ঘটনায় ফরিদার ছেলে সুমন মিয়া বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সদর থানায় মামলা করেন। মামলার তদন্তকালে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সন্দেহভাজন আসামি জাহাঙ্গীর ও লিটনকে গ্রেপ্তার করে। তাঁরা ২০২০ সালের ২৯ আগস্ট আদালতে ফরিদা বেগমকে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দি অনুযায়ী শামীম ও আলালকে গ্রেপ্তার করা হয়।
২০২১ সালের ১৯ জানুয়ারি ওই চারজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন পিবিআইয়ের পরিদর্শক হারুন-অর-রশীদ। পরে বিচারিক প্রক্রিয়ায় ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ বুধবার জেলা ও দায়রা জজ এই রায় ঘোষণা করেন।
এদিকে এ রায়ে সন্তোষ প্রকাশ করেছে রাষ্ট্রপক্ষ ও নিহত বৃদ্ধার পরিবার।
চট্টগ্রাম নগরে বৈষম্যবিরোধী আন্দোলনে মো. আলম নামে এক ব্যক্তি নিহতের মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) এম এ লতিফের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তিনি চট্টগ্রাম-১১ আসনের (বন্দর-পতেঙ্গা) আওয়ামী লীগের এমপি ছিলেন। বুধবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক কাজী শরীফুল ইসলাম পুলিশের আ
৪ মিনিট আগেদীর্ঘ ২৫ বছর পর ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচন করেছেন বিচার বিভাগীয় কর্মকর্তারা। আজ বুধবার অনলাইন প্ল্যাটফর্মে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে ভোট গ্রহণের পুরো প্রক্রিয়াটি সরাসরি দেখানো হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের এই নির্বাচনে সভাপতি হিসেবে
২৫ মিনিট আগেকুড়িগ্রামের উলিপুরে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা রিপন মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে পৌর শহরের পূর্ব বাজার এলাকার নির্মাণাধীন মডেল মসজিদের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩০ মিনিট আগেবিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে দীর্ঘ সময় ক্ষমতা ধরে রাখা জনগণ হয়তো সন্দেহের চোখে দেখছে। দ্রুত উল্লেখযোগ্য সংস্কার করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এ সরকারের প্রধান কাজ।’
৩১ মিনিট আগে