Ajker Patrika

কাভার্ড ভ্যান অটোরিকশার ওপর উল্টে পড়ে নিহত ২

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ১৫ জুন ২০২৪, ১৪: ০৮
কাভার্ড ভ্যান অটোরিকশার ওপর উল্টে পড়ে নিহত ২

ময়মনসিংহের ভালুকায় কাভার্ড ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। আজ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ সড়কের ভরাডোবার ক্লাবের বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত অটোরিকশাচালক ত্রিশাল উপজেলার আমির উদ্দিনের ছেলে আব্দুল হালিম (৪০)। তবে অটোরিকশার নিহত যাত্রীর পরিচয় এখনো মেলেনি।

ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভরাডোবা এলাকায় ঢাকা যেতে রাস্তার বাঁ দিকের রাস্তায় কাজ চলছে। এ কারণে বাঁ দিকের রাস্তা বন্ধ করে ডান দিকের রাস্তা দিয়ে দুই দিকের গাড়ি চলাচল করছিল। সকাল সাড়ে ৬টার দিকে ঢাকাগামী একটি অটোরিকশা কাজ চলা সড়ক পার হয়ে তার রাস্তায় যেতে চাইলে ময়মনসিংহগামী একটি কাভার্ড ভ্যান উল্টে অটোরিকশার ওপরে পড়ে। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে ঘটনাস্থলেই চালকসহ দুজন মারা যান। 

ওসি বলেন, কাভার্ড ভ্যান উল্টে সড়কের ওপরে পড়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে র‍্যাকার দিয়ে কাভার্ড ভ্যানটি সড়ক থেকে সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

তিনি আরও বলেন, দুর্ঘটনায় সড়কে ঘণ্টাখানেক যান চলাচল বন্ধ ছিল। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে। কাভার্ড ভ্যান ও দুমড়ে-মুচড়ে যাওয়া অটোরিকশা উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এপ্রিলে আসছে সাত কলেজের অন্তর্বর্তী প্রশাসন, প্রস্তুত মডেল–লোগো

এ কে খন্দকারের নামে কুর্মিটোলা বিমানঘাঁটির নামকরণ

বিয়ের ১০ দিন আগে গয়না-নগদ টাকাসহ মেয়ের হবু স্বামীর সঙ্গে পালালেন মা

পোল্যান্ডের রাষ্ট্রদূত হলেন সাবেক আইজিপি ময়নুল

পাঠানো ছবি ও ভিডিও অন্যের ফোনে সেভ হওয়া ঠেকাতে হোয়াটসঅ্যাপের নতুন ফিচার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত