শেরপুর প্রতিনিধি
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের রাত থেকে শেরপুর-ঢাকাসহ ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে ট্রলারে করে ময়মনসিংহের সমাবেশে যোগ দিয়েছেন।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাট থেকে ট্রলারযোগে ময়মনসিংহে উদ্দ্যেশে রওনা দেন। সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দ্যেশে ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান জীবন বলেন, বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে। এ জন্য বিকল্প উপায়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে শনিবার সকালে শহরের গৌরীপুর এলাকার নতুন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা বাস কাউন্টারটি বন্ধ রয়েছে। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে থেমে আছে বাসগুলো। বাস বন্ধের বিষয়টি বেশির ভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই।
জেলা বাস কোচ মালিক সমিতি সূত্র জানায়, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বেসরকারি চাকরিজীবী মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমি গাজীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ছুটিতে বাড়ি এসেছিলাম। আগামীকাল সকালে অফিসে যেতে না পারলে খুব সমস্যা হবে।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস ছাড়ছে না। কখন নাগাদ ছাড়বে তাও বলতে পারছে না। খুবই সমস্যা পড়ে গেলাম।’
এ ব্যাপারে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষ হয়েছে। আজও সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার থেকে যথারীতি বাস চলাচল করবে।
ময়মনসিংহে বিএনপির বিভাগীয় সমাবেশের আগের রাত থেকে শেরপুর-ঢাকাসহ ময়মনসিংহ রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে বিএনপির নেতা–কর্মীদের পাশাপাশি সাধারণ যাত্রীরা দুর্ভোগে পড়েছেন। তবে সমাবেশে যোগ দেওয়ার জন্য আজ শনিবার সকাল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ব্রহ্মপুত্র নদ দিয়ে ট্রলারে করে ময়মনসিংহের সমাবেশে যোগ দিয়েছেন।
জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে জেলা ছাত্রদলের নেতা–কর্মীরা সদর উপজেলার ব্রহ্মপুত্র নদের সাতপাকিয়া ঘাট থেকে ট্রলারযোগে ময়মনসিংহে উদ্দ্যেশে রওনা দেন। সাতপাকিয়া ঘাট থেকে ময়মনসিংহ পৌঁছাতে প্রায় দুই ঘণ্টা সময় লেগেছে। সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত অন্তত ১০টি ট্রলার ময়মনসিংহের উদ্দ্যেশে ছেড়ে গেছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা বিএনপির সহসভাপতি মোখলেছুর রহমান জীবন বলেন, বিএনপির নেতা–কর্মীরা যেন ময়মনসিংহে সমাবেশে যোগ দিতে না পারেন, সে জন্য বাস মালিক সমিতি বাস চলাচল বন্ধ রেখেছে। এ জন্য বিকল্প উপায়ে বিএনপির নেতা-কর্মীরা সমাবেশে যোগ দিচ্ছেন।
এদিকে শনিবার সকালে শহরের গৌরীপুর এলাকার নতুন বাস টার্মিনাল ঘুরে দেখা যায়, শেরপুর-ঢাকা রুটে চলাচলকারী সোনার বাংলা বাস কাউন্টারটি বন্ধ রয়েছে। টার্মিনাল এলাকায় সারিবদ্ধভাবে থেমে আছে বাসগুলো। বাস বন্ধের বিষয়টি বেশির ভাগ যাত্রীরাই জানেন না। তাই বাস টার্মিনালে এসে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন অনেকেই।
জেলা বাস কোচ মালিক সমিতি সূত্র জানায়, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের আশঙ্কায় নিরাপত্তার স্বার্থে শনিবার সকাল থেকে শেরপুর-ময়মনসিংহ-ঢাকা মহাসড়কে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
বেসরকারি চাকরিজীবী মো. শরিফুল ইসলাম বলেন, ‘আমি গাজীপুরে একটি প্রতিষ্ঠানে চাকরি করি। ছুটিতে বাড়ি এসেছিলাম। আগামীকাল সকালে অফিসে যেতে না পারলে খুব সমস্যা হবে।’
একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাইসুল ইসলাম বলেন, ‘সকালে ঢাকা যাওয়ার জন্য বাস টার্মিনালে এসে দেখি বাস ছাড়ছে না। কখন নাগাদ ছাড়বে তাও বলতে পারছে না। খুবই সমস্যা পড়ে গেলাম।’
এ ব্যাপারে জেলা বাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক সুজিত কুমার ঘোষ বলেন, ময়মনসিংহে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে শুক্রবার সংঘর্ষ হয়েছে। আজও সেখানে উত্তেজনা বিরাজ করছে। তাই নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। আগামীকাল রোববার থেকে যথারীতি বাস চলাচল করবে।
অন্তর্বর্তী সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ এম হাসান আরিফ বলেছেন, ‘আমাদের প্রতিবেশী দেশ ভারত ভিসার ব্যাপারে কিছুটা কড়াকড়ি করেছে। তারা আমাদের ভিসা দেবে কি না, এটা তাদের বিষয়।’
৮ ঘণ্টা আগেনাটোরের বড়াইগ্রামে আওয়ামী লীগের এক সমর্থককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে। মারধরের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। এ ঘটনায় পুলিশ আহত ওই যুবককেই আটক করে। পরে তিনি জামিনে ছাড়া পান
৮ ঘণ্টা আগেঅন্তর্বর্তী সরকারের উদ্দেশে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘আপনারা ভালো কাজ করলে আমাদের সমর্থন পাবেন। জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে এক সেকেন্ডও সময় নেব না আপনাদের বিরুদ্ধে দাঁড়াতে। দায়সারা কথা বলে ছাত্র-জনতার সঙ্গে প্রহসন করবেন না।
৯ ঘণ্টা আগেলক্ষ্মীপুরে একটি তাফসিরুল কোরআন মাহফিল ও ইসলামি সংগীত সন্ধ্যা বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শুক্রবার লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ড এলাকার মোহাম্মদিয়া জামে মসজিদ মাঠে এই আয়োজন করা হয়েছিল। মাহফিলে জামায়াত নেতাকে প্রধান অতিথি করায় বিএনপি সেটি বন্ধ করে দেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
১০ ঘণ্টা আগে