ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে আটকের পর অসুস্থ আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার তাঁকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার মোরাদাবাদের নিজবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
ইফতেখার আলম বাবলু উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা দুই মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর ডিবি পুলিশের গাড়িতে ওঠানোর সময় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের লোকজন পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা সদর থেকে বাড়িতে চিকিৎসক ডেকে এনে বাবলুকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। রাতেই বাবলুকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
বাবলুর ছেলে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ওপেন হার্ট সার্জারির রোগী। ডিবি পুলিশের একটি দল বাবাকে বাড়ি থেকে আটক করে গাড়িতে ওঠানোর সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবা ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বাবার নামে কোনো ধরনের মামলা নেই।’
জেলা ডিবি শাখা-২ এর ওসির দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে আমরা তাঁর বাড়ি থেকে আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরিবারের লোকজনের কাছে তাঁকে রেখে আসা হয়েছে।’
বাবলুর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তাঁকে কেন আটক করা হয়েছিল; এমন প্রশ্নের জবাবে শহিদুল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান বাবলু মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া যায়নি। সবকিছু সব সময় বলা যায় না। তবে কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে আটক করা হয়েছিল।’
জামালপুরের ইসলামপুরে আটকের পর অসুস্থ আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে ছেড়ে দিয়েছে পুলিশ। আজ শনিবার তাঁকে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর আগে গতকাল শুক্রবার রাতে উপজেলার মোরাদাবাদের নিজবাড়ি থেকে তাঁকে আটক করা হয়।
ইফতেখার আলম বাবলু উপজেলার পাথর্শী ইউনিয়ন পরিষদের (ইউপি) টানা দুই মেয়াদে আওয়ামী লীগের মনোনয়নে চেয়ারম্যান নির্বাচিত হন। এ ছাড়া তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয় সূত্রে জানা যায়, আটকের পর ডিবি পুলিশের গাড়িতে ওঠানোর সময় ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলু গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাঁকে ছেড়ে দেয় গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরিবারের লোকজন পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ উপজেলা সদর থেকে বাড়িতে চিকিৎসক ডেকে এনে বাবলুকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে চিকিৎসকের পরামর্শে তাঁকে প্রথমে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার পরামর্শ দেন। রাতেই বাবলুকে ঢাকায় নেওয়া হয়। বর্তমানে তিনি ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।
বাবলুর ছেলে ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, ‘বাবা দীর্ঘদিন ধরে অসুস্থ। তিনি ওপেন হার্ট সার্জারির রোগী। ডিবি পুলিশের একটি দল বাবাকে বাড়ি থেকে আটক করে গাড়িতে ওঠানোর সময় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। বাবা ঢাকার ইবনে সিনা হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা নিচ্ছেন। বাবার নামে কোনো ধরনের মামলা নেই।’
জেলা ডিবি শাখা-২ এর ওসির দায়িত্ব থাকা উপপরিদর্শক (এসআই) শহিদুল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান ইফতেখার আলম বাবলুকে আমরা তাঁর বাড়ি থেকে আটকের পরপরই তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক পরিবারের লোকজনের কাছে তাঁকে রেখে আসা হয়েছে।’
বাবলুর বিরুদ্ধে কোনো মামলা রয়েছে কি না, তাঁকে কেন আটক করা হয়েছিল; এমন প্রশ্নের জবাবে শহিদুল আলম বলেন, ‘ইউপি চেয়ারম্যান বাবলু মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া যায়নি। সবকিছু সব সময় বলা যায় না। তবে কর্তৃপক্ষের নির্দেশনায় তাঁকে আটক করা হয়েছিল।’
সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর, আলাদীপুর ও পাঁচরোখী বিলে স্থায়ী জলাবদ্ধতার কারণে ১৭৫ হেক্টর জমিতে ইরি বোরো চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। তালার কপোতাক্ষ নদ ও খুলনার ডুমুরিয়া উপজেলার ভদ্রা নদীর সঙ্গে এসব বিলের সংযোগ খাল দীর্ঘদিন খনন না হওয়ায় এ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে বিলের জমির মালিক ও দরিদ্র কৃষকে
১ ঘণ্টা আগেনদী দখলের নতুন চিত্র ধরা পড়ল কুমিল্লার হোমনায়। এ উপজেলা দিয়ে প্রবাহিত তিতাস নদের দুই পাশে কয়েক শ অবৈধ বাঁশের ঘের দেওয়া হয়েছে। এসব ঘের থেকে নির্বিচারে রেণুসহ বিভিন্ন মাছ শিকার করা হচ্ছে। এতে ব্যাহত হচ্ছে নদের স্বাভাবিক স্রোতোধারা। এ কারণে নদটি কোথাও কোথাও মরা খালে পরিণত হয়েছে। দীর্ঘদিন নির্বিচারে মাছ
১ ঘণ্টা আগেভবনটির নকশায় ১০ তলার অনুমোদন ছিল। কিন্তু গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর সুউচ্চ ভবনটি নকশাবহির্ভূতভাবে ১১ তলা করা হয়েছে। বরিশাল মহানগরের শীতলাখোলার ভবনটিই শুধু নয়, অভিযোগ রয়েছে, মহানগরের প্রায় এক ডজন ভবন এভাবে নকশাবহির্ভূতভাবে বর্ধিত করা হয়েছে।
১ ঘণ্টা আগেরাজধানীর গুলশানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসাইনকে ছুরিকাঘাত করা হয়েছে। গুরুতর অবস্থায় তাঁকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়েছে। হাসপাতালের জরুরি বিভাগে তিনি চিকিৎসাধীন।
৯ ঘণ্টা আগে