ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মীরেরচর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
স্থানীয়রা জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে একটি পিকআপে ১১টি গরু নিয়ে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ঢাকার এয়ারপোর্ট এলাকার এক গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে একটি গরু মারা যায়। চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। পিকআপে ১১টি গরু ছিল। এর মধ্যে একটি গরু মারা গেছে ও দুটি গরু আহত হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় গরু ব্যবসায়ী ছিদ্দিকুর রহমান (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।
আজ রোববার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিদ্দিকুর রহমান জামালপুরের বকশিগঞ্জ উপজেলার মীরেরচর গ্রামের আব্দুস ছালামের ছেলে।
স্থানীয়রা জানান, জামালপুরের বকশিগঞ্জ থেকে একটি পিকআপে ১১টি গরু নিয়ে ব্যবসায়ী সিদ্দিকুর রহমান ঢাকার এয়ারপোর্ট এলাকার এক গরুর হাটে যাচ্ছিলেন। ঘটনার সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকা উপজেলার মেহেরাবাড়ী এলাকায় পৌঁছালে পিক-আপের চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গিয়ে একটি গরু মারা যায়। চালকসহ ৩ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়ার পথে গরু ব্যবসায়ী সিদ্দিকুর রহমান মারা যান।
ভরাডোবা হাইওয়ে থানার পরিদর্শক রিয়াদ মাহমুদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে একজনের মৃত্যু হয়েছে। পিকআপে ১১টি গরু ছিল। এর মধ্যে একটি গরু মারা গেছে ও দুটি গরু আহত হয়েছে।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
২৬ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
৩১ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
৩১ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৩৮ মিনিট আগে