Ajker Patrika

অপহরণের ২২ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার 

নেত্রকোনা প্রতিনিধি
অপহরণের ২২ দিন পর এসএসসি পরীক্ষার্থী উদ্ধার 

নেত্রকোনার কলমাকান্দায় অপহরণের ২২ দিন পর এক স্কুলছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। উদ্ধারের পর সদর হাসপাতালে ধর্ষণ সংক্রান্ত ডাক্তারি পরীক্ষা শেষে আদলাতে জবানবন্দির জন্য পাঠানো হয়। পরে আদালতের বিচারক ওই স্কুলছাত্রীকে তারা বাবার জিম্মায় দেন।

আজ মঙ্গলবার জেলা পিবিআইয়ের উপপরিদর্শক ফারুক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, গতকাল সোমবার সকালে রাজুরবাজার এলাকায় রাস্তা থেকে ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। 
ওই স্কুলছাত্রী এবারের এসএসসির পাঁচটি পরীক্ষায় অংশ নেওয়ার পর অপহৃত হন বলে জানায় পিবিআই।

ওই ছাত্রীর পরিবার ও পিবিআই সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি কলমাকান্দার লেংগুরা এলাকা থেকে ওই ছাত্রী অপহরণ হয়। পরে ছাত্রীর বাবা গত ৪ মার্চ নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তিনজনকে আসামি করে মামলা করেন। ট্রাইব্যূনাল এই মামলাটি তদন্তের ভার দেয় জেলা পিবিআইকে।

জেলা পিবিআইয়ের উপপরিদর্শক ফারুক হোসেন জানান, অপহৃত ছাত্রীকে উদ্ধারের পর ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য হাসপাতালে ও পরে জবানবন্দি প্রদানের জন্যে আদালতে পাঠানো হয়।

মামলার বরাতে তদন্ত কর্মকর্তা ফারুক হোসেন জানান, ২৫ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে কলমাকান্দার ফুলবাড়ি গ্রামের বাড়ি থেকে ওই ছাত্রীকে কয়েক ব্যক্তি জোর পূর্বক মোটরসাইকেলে চড়িয়ে নিয়ে যায়। পরে ওই শিক্ষার্থীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে নেত্রকোনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা করেন। আদালত থেকে মামলাটির তদন্তভার পাওয়ার পর তথ্যপ্রযুক্তি ও নানা সোর্স ব্যবহার করে জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালানো হয়। পরে গতকাল সোমবার সকালে রাজুরবাজার এলাকায় রাস্তা থেকে ছাত্রীটিকে উদ্ধার করা হয়।

গতকাল সন্ধ্যার দিকে জবানবন্দি দেওয়ার পর আদালতের বিচারক ওই স্কুলছাত্রীকে তারা বাবার জিম্মায় দেন বলে জানান তদন্ত কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত