Ajker Patrika

বন্যার্তদের ত্রাণ না দিয়ে সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত: আমান

মদন (নেত্রকোনা) প্রতিনিধি
আপডেট : ২৫ জুন ২০২২, ১৯: ৩৭
বন্যার্তদের ত্রাণ না দিয়ে সরকার পদ্মা সেতু নিয়ে ব্যস্ত: আমান

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। এই নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের কোনো মাথাব্যথা নেই। এই সরকার পানিবন্দী মানুষের সঙ্গে তামাশা করে পদ্মা সেতু উদ্বোধন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। তারা বন্যার্ত মানুষের জন্য মাথাপিছু মাত্র ১ টাকা ৫০ পয়সা করে বরাদ্দ দিয়েছে।

আজ শনিবার নেত্রকোনার মদন উপজেলার কদমশ্রী এ ইউ খান উচ্চবিদ্যালয়ের মাঠে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণকালে এসব কথা বলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।

আমান উল্লাহ আমান বলেন, ‘মানবিক দৃষ্টি থেকেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। বন্যাকবলিত এলাকার মানুষের দুরবস্থা জানতে আমরা ছুটে এসেছি। বন্যার্ত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছি। আর আওয়ামী লীগ সরকারের প্রতিনিধিরা এই এলাকার বন্যার্ত লোকজনের কোনো খবরও নিচ্ছে না।’

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগের দায়িত্বপ্রাপ্ত) ইমরান সালেহ প্রিন্স, ঢাকা উত্তর বিএনপির সদস্যসচিব আমিনুল হক, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ওয়ারেছ আলী মামুন, কেন্দ্রীয় নেতা তাবিথ আউয়াল, নেত্রকোনা জেলা বিএনপির আহ্বায়ক ডা. আনোয়ারুল হক, সদস্যসচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, জেলা যুবদলের আহ্বায়ক মশিউর রহমান মশু, জেলা বিএনপি নেতা মির্জা হায়দার আলী, মদন উপজেলা বিএনপি'র সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবির সিন্ডিকেটে সাত কলেজের অধিভুক্তি বাতিলের চূড়ান্ত অনুমোদন

শ্বশুরকে জামাতার ফোন: ‘আপনার মেয়েকে মাইরা ফেলছি, লাশ নিয়ে যান’

স্ত্রীকে হত্যার পর লাশ সেপটিক ট্যাংকে ফেলে গেলেন ইমামতি করতে

টিউলিপের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ দিতে ব্যর্থ দুদক: আইনজীবী

ঐতিহাসিক শিমলা চুক্তি বাতিল করল পাকিস্তান, এর প্রভাব কী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত