সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ওই শিক্ষার্থী পাশের মাদারগঞ্জের বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে সাজেল তার আত্মীয়ের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই দাদাবাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সে। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সাজেলের লাশ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় নদ থেকে তার লাশ উদ্ধার করে জানাজা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সাজেলের ফুপু সেলিনা আক্তার বলেন, সাজেল গতকাল বেলা ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। নদীতে জাল ফেলে অনেক খোঁজা হয়েছে, তবু পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে ওঠে। সকাল ৯টায় জানাজা শেষে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল জানান, তিনি ঢাকায় আছেন। বিষয়টি তাঁর জানা নেই।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
জামালপুরের সরিষাবাড়ীতে ঝিনাই নদে গোসলে নেমে নিখোঁজ শিক্ষার্থী সাজেল মিয়ার (১৩) মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকালে ঝিনাই নদ থেকে তার লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
ওই শিক্ষার্থী পাশের মাদারগঞ্জের বাজিতেরপাড়া এলাকার কবির হোসেনের ছেলে। সে ঢাকার একটি মাদ্রাসার হাফিজিয়া বিভাগের ছাত্র।
পরিবার ও স্থানীয়রা জানান, গত বুধবার বিকেলে সাজেল তার আত্মীয়ের বাড়ি সরিষাবাড়ী পৌরসভার কামরাবাদ গ্রামে বেড়াতে আসে। পরদিন বৃহস্পতিবার দুপুরে ওই দাদাবাড়ির পাশে ঝিনাই নদে গোসল করতে যায় সে। গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। ওই নদে অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি।
আজ সকালে সাজেলের লাশ পানিতে ভাসতে দেখে ওই পরিবারকে খবর দেন স্থানীয়রা। পরে স্থানীয়দের সহায়তায় নদ থেকে তার লাশ উদ্ধার করে জানাজা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।
সাজেলের ফুপু সেলিনা আক্তার বলেন, সাজেল গতকাল বেলা ২টার দিকে নদীতে গোসল করতে গিয়ে আর ফিরে আসেনি। নদীতে জাল ফেলে অনেক খোঁজা হয়েছে, তবু পাওয়া যায়নি। আজ সকালে তার লাশ ভেসে ওঠে। সকাল ৯টায় জানাজা শেষে দাফনের জন্য বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।
পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সাখাওয়াতুল আলম মুকুল জানান, তিনি ঢাকায় আছেন। বিষয়টি তাঁর জানা নেই।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহব্বত কবীর বলেন, ঘটনাটি জানা নেই। তবে খোঁজ নিয়ে দেখা হবে।
বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি পয়েন্টে রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে এবং চোরাচালান বন্ধে বুলেটপ্রুফ গাড়ি নিয়ে টহল শুরু করেছে বিজিবি। আজ শুক্রবার দুপুর থেকে চোরাচালানের জোন বলে খ্যাত সীমান্ত সড়কের ৪২ নম্বর পিলার থেকে ৫৪ নম্বর পিলার পর্যন্ত আট কিলোমিটার এলাকায় টহল দিচ্ছেন বিজিবির
১২ মিনিট আগেবাগেরহাটের কচুয়ায় ‘চলো পাল্টাই’ সংগঠন ও শিক্ষার্থীরা বিনা লাভের বাজার চালু করেছে। খোলা বাজারের চেয়ে ১০-২০ টাকা কমে আলু, পেঁয়াজ, ডালসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে।
২২ মিনিট আগেবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্রদের তুলে নিয়ে মারধরের ঘটনায় করা মামলায় কুড়িগ্রামের উলিপুরে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
৪১ মিনিট আগেপদ্মা সেতু নির্মাণে আওয়ামী লীগের কৃতিত্ব নেই উল্লেখ করে এই নেতা বলেন, ‘বলতে পারেন আওয়ামী লীগ পদ্মা সেতু করেছে। আমি যদি কষ্ট করে উপার্জন করে একটা তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে সাধুবাদ জানাবে, মোবারকবাদ জানাবে। আর যদি মানুষের থেকে লোন নিয়ে তিনতলা বিল্ডিং করি, মানুষ আমাকে বেহায়া বলবে। হাসিনা যখন ২০০৯
১ ঘণ্টা আগে