Ajker Patrika

নালিতাবাড়ী সীমান্তের ওপারে উলিপুরের যুবকের লাশ, ফেরত দিল বিএসএফ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি
এরশাদুল হকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত
এরশাদুল হকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীর নাকুগাঁও ইমিগ্রেশন দিয়ে এরশাদুল হক (২৫) নামে এক যুবকের লাশ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ শুক্রবার দুপুরে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও দুই দেশের পুলিশের উপস্থিতিতে ওই লাশ হস্তান্তর করা হয়।

নিহত এরশাদুল কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার আপুয়ারখাতা গ্রামের মজিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, গত ৫ অক্টোবর বাজারে যাওয়ার কথা বলে উলিপুর সীমান্তপথে অবৈধভাবে ভারতে যায় এরশাদুল। সেখানে যাওয়ার পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় এরশাদুল।

এদিকে এরশাদুল বাড়ি না ফেরায় পরিবারের লোকজন উলিপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করে। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি লাশের ছবির মাধ্যমে এরশাদুলের বিষয়টি জানতে পারে তার পরিবার।

পরে ভারতীয় হাইকমিশনে যোগাযোগ করলে আইনী প্রক্রিয়া শেষে শুক্রবার নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ওই লাশ হস্তান্তর করা হয়। পরে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী নালিতাবাড়ী থানা-পুলিশের কাছে লাশ হস্তান্তর করলে পুলিশ বিকেলে এরশাদুলের ভাই রাকিবের কাছে লাশটি হস্তান্তর করে।

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছানোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশের উপস্থিতিতে শুক্রবার দুপুরে লাশ হস্তান্তর করা হয়। পরে বিকেলে নিহতের ভাইয়ের কাছে লাশ বুঝিয়ে দেওয়া হয়েছে।

উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান মোবাইল ফোনে আজকের পত্রিকাকে বলেন, এরশাদুল হক নিখোঁজের ঘটনায় তাঁর পরিবার থেকে জিডি করা হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত