জামালপুরে ট্রেনে কাটা পড়ে সবজি ব্যবসায়ীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২২, ১৫: ৪৯

জামালপুরে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জেলার সদর উপজেলার নরুন্দি রেলস্টেশনের নিকটস্থ নলকুড়ি এলাকায় ওই ট্রেন দুর্ঘটনায় মো. সাইবালি (৪০) নামের ওই ব্যক্তির মৃত্যু হয়। সোমবার বেলা ১১টার দিকে জামালপুর রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করেছে। 

নিহত সাইবালি নরুন্দি এলাকার নলকুড়ি এলাকার বাহাজ আলীর ছেলে। তিনি একজন সবজি ব্যবসায়ী ছিলেন। 

এলাকাবাসী জানিয়েছেন, ভোর রাতে যে কোনো এক ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। 

জামালপুর জিআরপি থানা ও নরুন্দি রেলওয়ে স্টেশন সূত্রে জানা গেছে, সোমবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের ওপর ট্রেনে কাটা ওই ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে জামালপুর জিআরপি থানা-পুলিশকে খবর দিলে তাঁরা গিয়ে মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে নিহতের পরিবারের সদস্যরা মরদেহ শনাক্ত করেন। 

স্থানীয়রা জানিয়েছেন, নিহত সাইবালি ছোট থেকেই কানে কম শুনতেন। রাতে বাড়ি থেকে নরুন্দি বাজারে যাওয়ার সময় রেল লাইন পারাপার হওয়ার সময় ট্রেনের শব্দ না শুনতে পেয়ে কাটা পড়তে পারেন। 

জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলজার হোসেন বলেন, ‘রাতের যে কোনো একটি ট্রেনে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। এ ব্যাপারে জিআরপি থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে।’ 

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত