ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় তিন দিনের ব্যবধানে দুই ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মঞ্জুরুল ইসলাম (১৮), এর তিন দিন আগে গত সোমবার তাঁর বড় ভাই তারা মিয়ার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুই ভাই উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আবুল কালাম একজন ভিক্ষুক। তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ও তিন মেয়ে। আবুল কালামের প্রথম স্ত্রী পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। এরপর আবুল কালাম দ্বিতীয় বিয়ে করেন। নিহতের মধ্যে তারা মিয়া প্রথম স্ত্রীর সন্তান এবং মঞ্জুরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা মিয়া প্রায় এক বছর নিখোঁজ ছিলেন। নিখোঁজের সময় তারা মিয়া চট্টগ্রামে ছিলেন। আনুমানিক পাঁচ মাস আগে বাড়িতে ফিরে আসেন তিনি। তারা মিয়া বেকার ছিলেন। হতাশাগ্রস্ত হয়ে গত সোমবার বাড়ির পাশে জঙ্গলে গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তারা মিয়ার মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে। ওই ঘটনায় ভালুকা থানায় অপমৃত্যুর মামলা হয়।
আবুল কালাম বলেন, ‘টেনেটুনে সংসার চলে। মানুষও বেশি। চাহিদা অনুযায়ী কাউকে কিছু দিতে পারিনি। যার দরুন মান-অভিমানে একে একে সবাই চলে যাচ্ছে। অভাবের পাশাপাশি সংসার বড় হওয়ায় অশান্তি প্রতিনিয়ত লেগে থাকে। এখন নিজে মৃত্যুর প্রহর গুনছি।’
ওসি বলেন, তারা মিয়ার মৃত্যুর তিন দিনের মাথায় গতকাল বাবার কাছে টাকা চান মঞ্জুরুল ইসলাম। কিন্তু অভাবের সংসার হওয়ায় টাকা দিতে পারেননি বাবা। এসব নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয় মঞ্জুরুল ইসলামের। পরে মঞ্জুরুল ঘরের দরজা আটকে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
ওসি আরও বলেন, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার আবেদন করলে পুলিশ মরদেহ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
ময়মনসিংহের ভালুকায় তিন দিনের ব্যবধানে দুই ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মঞ্জুরুল ইসলাম (১৮), এর তিন দিন আগে গত সোমবার তাঁর বড় ভাই তারা মিয়ার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুই ভাই উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের আবুল কালামের ছেলে।
ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আবুল কালাম একজন ভিক্ষুক। তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ও তিন মেয়ে। আবুল কালামের প্রথম স্ত্রী পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। এরপর আবুল কালাম দ্বিতীয় বিয়ে করেন। নিহতের মধ্যে তারা মিয়া প্রথম স্ত্রীর সন্তান এবং মঞ্জুরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা মিয়া প্রায় এক বছর নিখোঁজ ছিলেন। নিখোঁজের সময় তারা মিয়া চট্টগ্রামে ছিলেন। আনুমানিক পাঁচ মাস আগে বাড়িতে ফিরে আসেন তিনি। তারা মিয়া বেকার ছিলেন। হতাশাগ্রস্ত হয়ে গত সোমবার বাড়ির পাশে জঙ্গলে গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তারা মিয়ার মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে। ওই ঘটনায় ভালুকা থানায় অপমৃত্যুর মামলা হয়।
আবুল কালাম বলেন, ‘টেনেটুনে সংসার চলে। মানুষও বেশি। চাহিদা অনুযায়ী কাউকে কিছু দিতে পারিনি। যার দরুন মান-অভিমানে একে একে সবাই চলে যাচ্ছে। অভাবের পাশাপাশি সংসার বড় হওয়ায় অশান্তি প্রতিনিয়ত লেগে থাকে। এখন নিজে মৃত্যুর প্রহর গুনছি।’
ওসি বলেন, তারা মিয়ার মৃত্যুর তিন দিনের মাথায় গতকাল বাবার কাছে টাকা চান মঞ্জুরুল ইসলাম। কিন্তু অভাবের সংসার হওয়ায় টাকা দিতে পারেননি বাবা। এসব নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয় মঞ্জুরুল ইসলামের। পরে মঞ্জুরুল ঘরের দরজা আটকে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন।
ওসি আরও বলেন, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার আবেদন করলে পুলিশ মরদেহ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
১৭ দিন কারা ভোগের পর পটুয়াখালীর মির্জাগঞ্জে ৭.৬৫ এমএম পিস্তল–গুলিসহ গ্রেপ্তার বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম ফরাজীকে জামিন দিয়েছেন আদালত। আজ রোববার পটুয়াখালীর জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. কামরুল হাসান এই জামিন মঞ্জুর করেন।
২৩ মিনিট আগেজুলাই-আগস্ট অভ্যুত্থানে ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন প্রজন্মের স্বাধীনতার পর এবার ভিন্ন আলোকে উদ্যাপন হবে খুলনা বিশ্ববিদ্যালয় দিবস। বর্তমান উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিমের গতিশীল নেতৃত্বে ৫ আগস্ট পরবর্তী সংকটময় মুহূর্তেও খুলনা বিশ্ববিদ্যালয়
২৯ মিনিট আগেজামালপুরের সরিষাবাড়ীতে বন্ধ হয়ে যাওয়া পাটকল চালুসহ বেকার শ্রমিকদের কর্ম সংস্থানের দাবি জানিয়েছেন পাটকল শ্রমিকরা। আজ রোববার সকালে উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সংলগ্ন সরিষাবাড়ী-ভুয়াপুর প্রধান সড়কে উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানান ভুক্তভোগী শ্রমিকরা।
২৯ মিনিট আগেমূল সড়কে চলাচলের দাবিসহ সাত দফা দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ব্যাটারিচালিত রিকশা চালকেরা। এ সময় পুলিশ ও স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন...
৩৬ মিনিট আগে