তিন দিনে দুই ছেলের ‘আত্মহত্যা’র পর ভিক্ষুক বললেন, অভিমানে চলে যাচ্ছে সবাই

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৪
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২৩, ১৪: ৪৯

ময়মনসিংহের ভালুকায় তিন দিনের ব্যবধানে দুই ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় মঞ্জুরুল ইসলাম (১৮), এর তিন দিন আগে গত সোমবার তাঁর বড় ভাই তারা মিয়ার (২২) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত দুই ভাই উপজেলার উথুরা ইউনিয়নের তালুটিয়া গ্রামের আবুল কালামের ছেলে।

ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আবুল কালাম একজন ভিক্ষুক। তিনি দুই বিয়ে করেছেন। প্রথম স্ত্রীর এক ছেলে ও দুই মেয়ে। দ্বিতীয় স্ত্রীর দুই ছেলে ও তিন মেয়ে। আবুল কালামের প্রথম স্ত্রী পারিবারিক কলহের জেরে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছিলেন। এরপর আবুল কালাম দ্বিতীয় বিয়ে করেন। নিহতের মধ্যে তারা মিয়া প্রথম স্ত্রীর সন্তান এবং মঞ্জুরুল ইসলাম দ্বিতীয় স্ত্রীর সন্তান। তারা মিয়া প্রায় এক বছর নিখোঁজ ছিলেন। নিখোঁজের সময় তারা মিয়া চট্টগ্রামে ছিলেন। আনুমানিক পাঁচ মাস আগে বাড়িতে ফিরে আসেন তিনি। তারা মিয়া বেকার ছিলেন। হতাশাগ্রস্ত হয়ে গত সোমবার বাড়ির পাশে জঙ্গলে গাছের ডালে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। পরে খবর পেয়ে পুলিশ তারা মিয়ার মরদেহ ময়নাতদন্তের পর দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করে। ওই ঘটনায় ভালুকা থানায় অপমৃত্যুর মামলা হয়। 

আবুল কালাম বলেন, ‘টেনেটুনে সংসার চলে। মানুষও বেশি। চাহিদা অনুযায়ী কাউকে কিছু দিতে পারিনি। যার দরুন মান-অভিমানে একে একে সবাই চলে যাচ্ছে। অভাবের পাশাপাশি সংসার বড় হওয়ায় অশান্তি প্রতিনিয়ত লেগে থাকে। এখন নিজে মৃত্যুর প্রহর গুনছি।’

ওসি বলেন, তারা মিয়ার মৃত্যুর তিন দিনের মাথায় গতকাল বাবার কাছে টাকা চান মঞ্জুরুল ইসলাম। কিন্তু অভাবের সংসার হওয়ায় টাকা দিতে পারেননি বাবা। এসব নিয়ে বাবার সঙ্গে মনোমালিন্য হয় মঞ্জুরুল ইসলামের। পরে মঞ্জুরুল ঘরের দরজা আটকে আড়ার সঙ্গে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। 

ওসি আরও বলেন, পরিবারের লোকজন থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পরে নিহতের স্বজনেরা মরদেহ বিনা ময়নাতদন্তে নেওয়ার আবেদন করলে পুলিশ মরদেহ হস্তান্তর করে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আবু সাঈদকে ৪–৫ ঘণ্টা পরে হাসপাতালে নেওয়া হয়—শেখ হাসিনার দাবির সত্যতা কতটুকু

মেট্রোরেল থেকে আমলাদের বিদায়, অগ্রাধিকার প্রকৌশলীদের

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

বিমানবন্দরে সাংবাদিক নূরুল কবীরকে হয়রানির তদন্তের নির্দেশ প্রধান উপদেষ্টার

কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ৩৫ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত