নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। গতকাল সোমবার রাতে সেই আটটি ফ্যান বিদ্যালয়ে রেখে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বারান্দায় সেগুলো পাওয়া যায়।
এ ঘটনা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৩ আগস্ট রাতের কোনো এক সময় দুটি শ্রেণিকক্ষ থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। তবে ফ্যান চুরি ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।
চুরি ঘটনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। চোর শনাক্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে।
সিলিং ফ্যান ফিরে পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশ ও এলাকার লোকজনকে ডেকে বিষয়টি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার। এর আগে, বিদ্যালয় থেকে সাবমারসিবল পাম্প চুরি হয়েছিল। সেটি আর ফেরত পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের আগের দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা বিদ্যালয়ে আগুন ধরিয়ে দিলে তিনটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এর আগে বিদ্যালয়ে পানির মোটর চুরি হয়। এসব ঘটনার পর থেকে শিক্ষককেরা আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন তাঁরা।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বেগম নুরুন্নাহার বলেন, রাতের আধারে চুরি হলেও আবার কে বা কারা সিলিং ফ্যানগুলো রেখে গেছে জানা নেই।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাখা চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। জানতে পারলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিত।
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। গতকাল সোমবার রাতে সেই আটটি ফ্যান বিদ্যালয়ে রেখে যাওয়া হয়। আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের বারান্দায় সেগুলো পাওয়া যায়।
এ ঘটনা হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। ১৩ আগস্ট রাতের কোনো এক সময় দুটি শ্রেণিকক্ষ থেকে আটটি সিলিং ফ্যান চুরি হয়েছিল। তবে ফ্যান চুরি ঘটনায় কাউকে শনাক্ত করা যায়নি।
চুরি ঘটনা নিয়ে বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে উদ্বেগ দেখা দেয়। চোর শনাক্ত না হওয়ায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের জন্ম নিয়েছে।
সিলিং ফ্যান ফিরে পাওয়ার পর বিদ্যালয়ের পক্ষ থেকে অভিভাবক সমাবেশ ও এলাকার লোকজনকে ডেকে বিষয়টি জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম নুরুন্নাহার। এর আগে, বিদ্যালয় থেকে সাবমারসিবল পাম্প চুরি হয়েছিল। সেটি আর ফেরত পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে বিদ্যালয়ে গিয়ে জানা যায়, গত ৭ জানুয়ারি নির্বাচনের আগের দিন অজ্ঞাতনামা ব্যক্তিরা বিদ্যালয়ে আগুন ধরিয়ে দিলে তিনটি শ্রেণিকক্ষ পুড়ে যায়। এর আগে বিদ্যালয়ে পানির মোটর চুরি হয়। এসব ঘটনার পর থেকে শিক্ষককেরা আতঙ্কের মধ্যে আছেন বলে জানিয়েছেন তাঁরা।
হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিক বেগম নুরুন্নাহার বলেন, রাতের আধারে চুরি হলেও আবার কে বা কারা সিলিং ফ্যানগুলো রেখে গেছে জানা নেই।
এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ জানান, হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাখা চুরির ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। জানতে পারলে পুলিশ অবশ্যই ব্যবস্থা নিত।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
৯ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১১ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১১ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২১ মিনিট আগে