শেরপুর প্রতিনিধি
শেরপুরে ছামেদুল হক কেনা (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ছামেদুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ছামেদুল হক কেনা (৬৫) চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকার মৃত সায়েদ আলী মণ্ডলের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী মো. হারুন ও সিদ্দিক খলিফার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যান হারুন ও সিদ্দিকসহ তাঁদের লোকজন। এ সময় বাধা দিতে গেলে ছামেদুলের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর ও খেতের পানিতে চুবিয়ে গুরুতর আহত করা হয়।
ছামেদুলকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে পারভেজ, ছোট ভাই ফজলুল হকসহ তিনজন আহত হন।
ছামেদুলের ছেলে পারভেজ বলেন, ‘আমার বাবা-চাচাদের স্বত্ব দখলীয় জমি কোনো কাগজপত্র ছাড়াই জোর করে দখল করতে গিয়েছিল হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়েই খুন হয়েছেন আমার বাবা। আমাদের মারধর করে আহত করেছে।’ বাবা নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি করেছেন পারভেজ।
জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আহসানুল মতিন সৈকত জানান, হাসপাতালে আনার আগেই ছামেদুল হক কেনার মৃত্যু হয়েছে।
ছামেদুল হক কেনার লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শেরপুরে ছামেদুল হক কেনা (৬৫) নামের এক কৃষকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে সদর উপজেলার চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে ছামেদুলকে পিটিয়ে হত্যা করা হয়েছে।
নিহত ছামেদুল হক কেনা (৬৫) চরশেরপুর ইউনিয়নের যোগিনীমুরা নামাপাড়া এলাকার মৃত সায়েদ আলী মণ্ডলের ছেলে। লাশ উদ্ধারের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কৃষক ছামেদুল হক কেনার সঙ্গে প্রতিবেশী মো. হারুন ও সিদ্দিক খলিফার সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। আজ সকালে ওই জমিতে কলাগাছ লাগাতে যান হারুন ও সিদ্দিকসহ তাঁদের লোকজন। এ সময় বাধা দিতে গেলে ছামেদুলের ওপর হামলা চালিয়ে তাঁকে মারধর ও খেতের পানিতে চুবিয়ে গুরুতর আহত করা হয়।
ছামেদুলকে উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের ছেলে পারভেজ, ছোট ভাই ফজলুল হকসহ তিনজন আহত হন।
ছামেদুলের ছেলে পারভেজ বলেন, ‘আমার বাবা-চাচাদের স্বত্ব দখলীয় জমি কোনো কাগজপত্র ছাড়াই জোর করে দখল করতে গিয়েছিল হারুন ও সিদ্দিকরা। তাদের বাধা দিতে গিয়েই খুন হয়েছেন আমার বাবা। আমাদের মারধর করে আহত করেছে।’ বাবা নিহত হওয়ার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারসহ শাস্তি দাবি করেছেন পারভেজ।
জেলার সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মো. আহসানুল মতিন সৈকত জানান, হাসপাতালে আনার আগেই ছামেদুল হক কেনার মৃত্যু হয়েছে।
ছামেদুল হক কেনার লাশ উদ্ধারের ঘটনায় পুলিশ সুপার মো. আকরামুল হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইদুর রহমান বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব বেগম নাজমা মোবারেককে আর্থিক প্রতিষ্ঠানের সচিব পদে বদলি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার উপসচিব জামিলা শবনম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। তবে গতকাল পর্যন্ত মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে নতুন কাউকে পদায়ন করা
১৫ মিনিট আগেবেরোবির সব বিভাগে বাংলাদেশ স্টাডিজ নামক কোর্সে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের ইতিহাস অন্তর্ভুক্ত করা হচ্ছে। আজ বুধবার অনুষ্ঠিত ৪৯তম একাডেমিক কাউন্সিলের সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
১৮ মিনিট আগেসাদ মুসা গ্রুপের কর্ণধার ও সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক মুহাম্মাদ মোহসিনের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আজ বুধবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া নিষেধাজ্ঞা জারির এই আদেশ দেন।
১৮ মিনিট আগেময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামলা-সংক্রান্ত বিরোধে বাগ্বিতণ্ডায় এক কিশোরকে পিটিয়ে হত্যা করেছেন বাবা-ছেলে ও ভাতিজা। মারধরের সেই দৃশ্য ধরা পড়েছে সিসি ক্যামেরায়। এ নিয়ে এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য।
২৭ মিনিট আগে