ময়মনসিংহ প্রতিনিধি
টঙ্গীতে ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছেন। এই ঘটনায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ সজল (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে। এর আগে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে মো. নাঈম আকন্দের (১৩)। ফজলু হক (১৮) নামের এক শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁরা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউ টার্নের কাছাকাছি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাতেম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতরাতে দুর্ঘটনাস্থলে নাঈম মারা যান। গুরুতর আহত ফজলু হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আজ (সোমবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ সজল মারা গেছেন।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভালুকায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৩ জন ভর্তি হয়েছিলেন। এর মাঝে সানাউল্লাহ সজল নামে একজন মারা যান সকালে। বাকি ১২ জনের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে শুনেছি।’
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে মাদ্রাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউ টার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান ইউ টার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা সবাই আহত হন ও নাঈম আকন্দ নামে এক শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
টঙ্গীতে ইজতেমার আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের ভালুকায় ট্রাক উল্টে নিহতের সংখ্যা বেড়ে তিনজন হয়েছেন। এই ঘটনায় ১২ জন হাসপাতালে চিকিৎসাধীন।
আজ সোমবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ সজল (১৯) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি ভালুকার পাইলাবর এলাকার ফারুক খানের ছেলে। এর আগে দুর্ঘটনাস্থলে মৃত্যু হয় গফরগাঁও উপজেলার আবুল কালাম আকন্দের ছেলে মো. নাঈম আকন্দের (১৩)। ফজলু হক (১৮) নামের এক শিক্ষার্থীকে ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়। তাঁরা সবাই ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষার্থী।
গতকাল রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউ টার্নের কাছাকাছি ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
ভালুকা উপজেলার জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাতেম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘গতরাতে দুর্ঘটনাস্থলে নাঈম মারা যান। গুরুতর আহত ফজলু হককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মৃত্যু হয়। আজ (সোমবার) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সানাউল্লাহ সজল মারা গেছেন।’
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘ভালুকায় সড়ক দুর্ঘটনায় হাসপাতালে মোট ১৩ জন ভর্তি হয়েছিলেন। এর মাঝে সানাউল্লাহ সজল নামে একজন মারা যান সকালে। বাকি ১২ জনের মধ্যে ৫ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ৭ জন চিকিৎসাধীন আছেন। ঢাকায় নেওয়ার পথে আরও একজন মারা গেছেন বলে শুনেছি।’
এ বিষয়ে ভরাডোবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ভালুকা জামিয়া ইসলামীয়া দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার ৩০ জন ছাত্র-শিক্ষক টঙ্গীর বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে যান। মোনাজাত থেকে সবাই একটি ট্রাকে করে মাদ্রাসায় ফিরছিলেন। রাত সাড়ে ১১টার দিকে ভালুকা উপজেলার ঢালিবাড়ী মোড় ইউ টার্নের কাছাকাছি আসতেই ট্রাকের সামনে থাকা একটি কাভার্ডভ্যান ইউ টার্ন নিতে দেখে তাৎক্ষণিক ব্রেক করেন ট্রাকচালক। এতে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি উল্টে যায়। ট্রাকে থাকা সবাই আহত হন ও নাঈম আকন্দ নামে এক শিক্ষার্থীর ঘটনাস্থলেই মৃত্যু হয়।’
এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান ওসি।
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের সময় লিটন হোসেন (৩০) নামের এক বাংলাদেশি যুবককে আটকের পর বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ। বিজিবি গতকাল বুধবার বিকেলে থানায় সোপর্দ করলে তাঁকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।
৬ মিনিট আগেচট্টগ্রাম বন্দরে কাজের গতি বাড়াতে ২২ বছরের জন্য পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে সৌদি আরবের ‘রাজকীয়’ অপারেটর রেড সি গেটওয়ে টার্মিনাল ইন্টারন্যাশনালকে (আরএসজিটিআই)।
২০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ছয়জন দগ্ধের ঘটনায় দুই ভাই ও বোনের পর চিকিৎসাধীন অবস্থায় বাবা বাবুল মিয়া (৪০) শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা গেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত চারজন মারা গেলেন।
৪১ মিনিট আগেনিষেধাজ্ঞা অমান্য করে শরীয়তপুরের পদ্মা নদীতে ইলিশ শিকারের অপরাধে ২৬ জেলেকে আটক করা হয়েছে। এ ছাড়া চারটি মাছ ধরার নৌকা ও ২ লাখ মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
১ ঘণ্টা আগে