ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবাসহ ১ ব্যক্তি আটক

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি 
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ১২: ৫৪
আবু সাঈদ বাদশা। ছবি: সংগৃহীত

জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ আবু সাঈদ বাদশা (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ইসলামপুর থানায় করা মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।

আটক আবু সাঈদ বাদশা ইসলামপুর পৌর শহরের তেঘরিয়া খালের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আবু সাঈদ বাদশাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাদশার বিরুদ্ধে মামলা করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আনোয়ারুল হক বলেন, ‘আবু সাঈদ বাদশার কাছ থেকে ১০৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আবু সাঈদ দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় আবু সাঈদকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদকসেবী ও ব্যবসায়ীরা পার পাবে না।’

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাঙ্গাইলে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান র‍্যাবের হাতে গ্রেপ্তার

পুলিশ ফাঁড়ি দখল করে অফিস বানিয়েছেন সন্ত্রাসী নুরু

ঢাকার রাস্তায় ব্যাটারিচালিত অটোরিকশা চালকদের বিক্ষোভ, জনদুর্ভোগ চরমে

শেয়ারবাজারে বিনিয়োগ সুরক্ষায় নতুন উদ্যোগ

জাতিকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচন উপহার দিতে চাই: নতুন সিইসি

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত