ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ আবু সাঈদ বাদশা (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ইসলামপুর থানায় করা মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
আটক আবু সাঈদ বাদশা ইসলামপুর পৌর শহরের তেঘরিয়া খালের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আবু সাঈদ বাদশাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাদশার বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আনোয়ারুল হক বলেন, ‘আবু সাঈদ বাদশার কাছ থেকে ১০৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আবু সাঈদ দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় আবু সাঈদকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদকসেবী ও ব্যবসায়ীরা পার পাবে না।’
জামালপুরের ইসলামপুরে ইয়াবাসহ আবু সাঈদ বাদশা (৫২) নামের এক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। আজ বৃহস্পতিবার ইসলামপুর থানায় করা মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাঁকে জামালপুর আদালতে সোপর্দ করবে পুলিশ।
আটক আবু সাঈদ বাদশা ইসলামপুর পৌর শহরের তেঘরিয়া খালের পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।
ইসলামপুর থানা সূত্রে জানা গেছে, গতকাল বুধবার বিকেলে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ একটি দল মাদক উদ্ধারে অভিযান চালায়। এ সময় নিজ বাড়ি থেকে আবু সাঈদ বাদশাকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ১০৭টি ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে ইসলামপুর থানার উপপরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল বাদী হয়ে মাদকদ্রব্য নিরোধ আইনে মাদক ব্যবসায়ী আবু সাঈদ বাদশার বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এসআই আনোয়ারুল হক বলেন, ‘আবু সাঈদ বাদশার কাছ থেকে ১০৭টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। আবু সাঈদ দীর্ঘদিন থেকে বিভিন্ন স্থানে মাদকদ্রব্য বিক্রি করে আসছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
এ বিষয়ে জানতে চাইলে ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য নিরোধ আইনের মামলায় আবু সাঈদকে জামালপুর চিফ জুডিশিয়াল আদালতে সোপর্দ করা হবে। আমরা মাদক নির্মূলে বদ্ধপরিকর। মাদকসেবী ও ব্যবসায়ীরা পার পাবে না।’
সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মুহিবুর রহমান মানিকের জামিন মঞ্জুর হয়েছে। অসুস্থ এবং বয়স্ক বিবেচনায় আদালত তাঁর জামিন মঞ্জুর করেছেন বলে জানিয়েছেন আইনজীবীরা।
৩ মিনিট আগেকুষ্টিয়ার দৌলতপুরে ব্যবসায়ীর টাকা ছিনতাই মামলায় রাকিবুল ইসলাম রাখি (৩৫) নামের এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বুধবার রাতে উপজেলার ফিলিপনগর আবেদের ঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। রাকিবুল ফিলিপনগর এলাকার হাফিজুল সরদারের ছেলে।
৪ মিনিট আগেসারজিস আলম বলেন, ‘যাঁরা এই অভ্যুত্থানে আমাদের সমর্থন দিয়েছেন, সারা দেশের জেলা-উপজেলাগুলোতে ঘুরে ঘুরে আমরা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলছি। আমরা তাঁদের কাছে পাওয়া মতামতগুলো প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেব। উপজেলাগুলোতে আমাদের পরিদর্শন কার্যক্রম তেঁতুলিয়া উপজেলার মাধ্যমে আজ শুরু হলো। দেশের
৮ মিনিট আগেজাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এ এস এম আমানুল্লাহকে হত্যার হুমকি ও দোষীদের দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন ও প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
২৫ মিনিট আগে